Coochbehar News: ভরদুপুরে শ্যুটআউট , দিনহাটায় খুন BJP নেতা

শুক্রবার দুপুরে শিমুলতলা এলাকায় ঘটনাটি ঘটেছে। আশঙ্কাজনক অবস্থা ওই বিজেপি কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা ক্রেন। এদিকে দিনদুপুরে গুলি করে খুনের ঘটনায় অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে।

Coochbehar News: ভরদুপুরে শ্যুটআউট , দিনহাটায় খুন BJP নেতা
নিজস্ব চিত্র

ট্রাইব টিভি ডিজিটাল: পঞ্চায়েত ভোটের আগে ফের কোচবিহারের দিনহাটায় শ্যুটআউটের ঘটনা। রাজ্যে ফের শ্যুটআউটে নিহত এক বিজেপি নেতা। পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের নাম প্রশান্ত রায় বাসুনিয়া। শুক্রবার দুপুরে তাঁর বাড়িতে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে বলে অভিযোগ। গোটা ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়ায় দিনহাটায়।

সূত্রের খবর, শুক্রবার দুপুরে শিমুলতলা এলাকায় ঘটনাটি ঘটেছে। আশঙ্কাজনক অবস্থা ওই বিজেপি কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা ক্রেন। এদিকে দিনদুপুরে গুলি করে খুনের ঘটনায় অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। এদিকে দিনহাটায় BJP কর্মী খুনের ঘটনায় মুখ খুলেছে জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি, নিহত যুবক দলের মণ্ডল স্তরের নেতা ছিলেন। নিহত যুবক BJP-র ২৩ নং মণ্ডলের সাধারণ সম্পাদক, দাবি বিজেপির। শুধু তাই নয়,  
দিনেদুপুরে যুবককে বাড়িতে ঢুকে গুলি করে খুনের অভিযোগ তুলেও সরব হয়েছে BJP। 

যদিও এই প্রসঙ্গে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ''প্রশান্ত রায় বাসুনিয়া অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ আছে বলে মনে হয় না। কারা, কেন গুলি করেছে তা দেখার দায়িত্ব আমার নয়। তৃণমূল এই ঘটনায় জড়িত নয়। তাঁর উপর কে হামলা করেছে তা নিয়ে তৃণমূলের মাথাব্যথা নেই। পুলিশ এ সব খতিয়ে দেখবে।'' তবে গোটা ঘটনায় কোচবিহারের পুলিশ সুপার কুমার সানি রাজ জানান, ঘটনার তদন্ত করা হচ্ছে। এর পিছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।