সুকন্যার অ্যাকাউন্টে আরও ৫০ লাখ! চাঞ্চল্যকর তথ্য CBI-এর হাতে

অনুব্রতর কন্যা সুকন্যা ৫০ লক্ষ টাকার ওই লটারি পুরস্কার জেতেন ২০২০ সালের জানুয়ারি মাসে।

সুকন্যার অ্যাকাউন্টে আরও ৫০ লাখ! চাঞ্চল্যকর তথ্য CBI-এর হাতে

ট্রাইব টিভি ডিজিটাল: গরুপাচার মামলায় এখনও জেল হেফাজতেই রয়েছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। গরুপাচার মামলা থেকে শুরু করে রাইস মিলের ব্যবসা একাধিক বিষয় নিয়ে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। এরই মধ্যে এবার ইডি'র (ED) হাতে এল আরও চাঞ্চল্যকর তথ্য!

জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের পরিবারের আরও একটি লটারি পুরস্কারের হদিশ পেয়েছে সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, অনুব্রতর কন্যা সুকন্যা ৫০ লক্ষ টাকার ওই লটারি পুরস্কার জেতেন ২০২০ সালের জানুয়ারি মাসে। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই এই তথ্য মিলেছে বলে সিবিআই সূত্রে দাবি। এই নিয়ে অনুব্রত মণ্ডল ও তাঁর পরিবারের ৫টি লটারি জেতার হদিশ পেয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে সিবিআই। 

আরও জানা গিয়েছে, এবারের ৫০ লক্ষ টাকার সন্ধান করতে গিয়ে তদন্তকারীরা দেখতে পান, চলতি বছরের জানুয়ারি মাসেই লটারি মারফত সুকন্যার অ্যাকাউন্টে ঢুকেছে এই টাকা।  এর আগে রাজ্যের এক জনপ্রিয় লটারিবিক্রেতা সংস্থার ওয়েবসাইটে পুরস্কার বিজেতা হিসাবে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) নাম প্রকাশিত হয়েছিল। সে সময় ১ কোটি টাকা জিতেছিলেন তিনি। যদিও সেই তত্ত্ব নিজের মুখে স্বীকার করেননি অনুব্রত মণ্ডল। গত সপ্তাহেই তদন্তকারীরা জানতে পান, দু’বার করে লটারির টাকা অনুব্রত ও সুকন্যার অ্যাকাউন্টে ঢুকেছে। বারবার কি তবে লটারি জিতেছেন সুকন্যা অনুব্রত নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে  দেখছেন তদন্তকারীরা।