Mamata Banerjee: আমরা বিজেপির মতো নই, কথা দিলে কথা রাখি: মমতা বন্দ্যোপাধ্যায়

গত ৬ ডিসেম্বর থেকে পরপর একাধিক জনমুখী কর্মসূচিতে যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, পাহাড়ের সঙ্গে রক্তের বন্ধন গড়তেই আরও দু'হাত ভরে উপহারের ডালি খুলে দিয়েছেন তিনি। বিস্তারিত পড়ুন...

Mamata Banerjee: আমরা বিজেপির মতো নই, কথা দিলে কথা রাখি: মমতা বন্দ্যোপাধ্যায়
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গত ৬ ডিসেম্বর থেকে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। ভাইপোর বিয়ের অনুষ্ঠান মিটলেও আপাতত উত্তরবঙ্গেই রয়েছেন তিনি। গত ৬ ডিসেম্বর থেকে পরপর একাধিক জনমুখী কর্মসূচিতে যোগ দিয়েছেন তিনি। শুধু তাই নয়, পাহাড়ের সঙ্গে রক্তের বন্ধন গড়তেই আরও দু'হাত ভরে উপহারের ডালি খুলে দিয়েছেন তিনি। শনিবার Dooars-এর জনসভা ছেড়ে রবিবার আলিপুরদুয়ারের কর্মসূচিতে যোগ দেন তিনি। 

এদিনের কর্মসূচিতে যোগ দিয়ে চা শ্রমিকদের পাট্টা দান সহ একাধিক নতুন জনমুখী কর্মসূচির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী (CM West Bengal)। এদিন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে বিজেপিকেও (BJP) বিঁধেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,''আমরা বিজেপির মতো নই। কথা দিলে কথা রাখি। বন্ধ থাকা চা বাগান খোলার কথা আগে বলেছিল। লোকসভা ভোটের আগে আবার বলবে। কিন্তু কাজ করবে না। আমরা কথা রেখেছি।'' শুধু তাই নয়, ডুয়ার্সের একাধিক চা বাগানের গেটে তালা ঝুলেছে। কাজ হারিয়েছেন বহু মানুষ। তাঁদের পাশে দাঁড়িয়ে প্রতি মাসে দেড় হাজার টাকা ভাতা দেওয়ার কথা জানালেন মমতা। পাশাপাশি বিনামূল্য় বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথাও জানিয়ে রাখলেন। এর ফলে ডুয়ার্সের বহু মানুষ উপকৃত হবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

উল্লেখ্য,  রবিবার আলিপুরদুয়ারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে পৌঁছন মমতা। ছোট-ছোট শিশুদের হাতে গাছ তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৭ টি প্রকল্পের উদ্ধোধন এবং ৭৭ টি প্রকল্পের শিলান্যাস করছেন তিনি। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ৩১ টি প্রকল্পের অধীনে ৩৯ জনকে পরিষেবা দান করেন। চা শ্রমিকদের পাট্টা বিলি করেন তিনি। সঙ্গে জানান, শুধু পাট্টা নয়, জমিতে বাড়ি তৈরি করতেও আর্থিক সাহায্য করবে রাজ্য। এমনকী, বন্ধ হয়ে যাওয়া চা বাগানের শ্রমিকদের জন্যও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, '' আলিপুরদুয়ারে ৪ হাজার ৬৪২ জন চা শ্রমিকের হাতে পাট্টা তুলে দেওয়া হয়েছে। সঙ্গে বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক সাহায্যও করা হয়েছে।''  মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৩ হাজার চা শ্রমিককে জমির পাট্টা ও আর্থিক সাহায্য দেওয়া হবে।