বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ হাইকোর্টের, জরিমানার অঙ্ক দ্বিগুণ

বুধবার কলকাতার ১০৬ নম্বর ওয়ার্ডের নন্দীবাগানে বেআইনি নির্মাণ সংক্রান্ত মমালার শুনানি ছিল হাইকোর্টে। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন...

বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ হাইকোর্টের,  জরিমানার অঙ্ক দ্বিগুণ
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: বেআইনি নির্মাণে এবার কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। জরিমানার অংক দ্বিগুণ করলেন বিচারপতি অমৃতা সিনহা। 'বেআইনি নির্মাণের সঙ্গে যারা যুক্ত তাদের একটা ভাল শিক্ষা দিতে হবে। যাতে আগামীতে বেআইনি নির্মাণ বন্ধ হয়। আদালত চোখ বন্ধ করে বসে থাকতে পারে না। বিচার না দিলে অন্যায় করা হবে।' মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার।

জলাশয় বুজিয়ে বেআইনি বহুতল নির্মাণ রুখতে এবার আরও কড়া পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতার ১০৬ নম্বর ওয়ার্ডের নন্দীবাগানে বেআইনি নির্মাণ সংক্রান্ত মমালার শুনানি ছিল হাইকোর্টে। সেই মামলার শুনানিতে এদিন বিচারপতি অমৃতা সিনহা বলেন, 'বেআইনি নির্মাণের সঙ্গে যারা যুক্ত তাদের একটা ভাল শিক্ষা দিতে হবে। যাতে আগামীতে বেআইনি নির্মাণ বন্ধ হয়। 
আদালত চোখ বন্ধ করে বসে থাকতে পারে না। বিচার না দিলে অন্যায় করা হবে।'

আরও পড়ুন: https://www.tribetv.in/TMC-MP-Abhishek-Banerjee-targets-ed-cbi-over-sheikh-shahjahan-issue

বুধবার আদালতে বিচারপতি সিনহা আরও বলেন, 'সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর ডিভিশন বেঞ্চের কোনও স্থগিতাদেশ নেই। যার বিরুদ্ধে অভিযোগ তিনি জরিমানার ১ লক্ষ টাকা দেওয়া থেকে বার বার এড়ানোর চেষ্টা করেছেন। সেই কারনে বাড়ানো হল জরিমানার অঙ্ক। ২ লক্ষ টাকা জমা দেবেন তিনি।' বেআইনি বাড়ি নির্মাণ মামলায় এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।