শাহজাহানকে গ্রেফতার করেছে মমতার পুলিশ, সন্দেশখালির ঘটনায় দলের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক

শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। গোটাটাই বিজেপির পরিকল্পনা। বুধবার বসিরহাটের সভা থেকে এই ভাষাতেই বিরোধীদের আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আরও জানুন...

শাহজাহানকে গ্রেফতার করেছে মমতার পুলিশ,  সন্দেশখালির ঘটনায় দলের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যা (ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: মহিলাদের সঙ্গে কেউ অন্যায় করলে আমার রেয়াত করি না। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আমরা ব্যবস্থা নিই। সন্দেশখালি নিয়ে এবার বিজেপিকে পাল্টা আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সন্দেশখালি নিয়ে রাজনীতি হচ্ছে। বুধবার বসিরহাটের সভা থেকে কেন্দ্র তথা বিজেপি'কে সরাসরি নিশানা অভিষেকের।  

প্রায় তিনমাস নিখোঁজ থাকার পর গত ২৯ ফেব্রুয়ারি সন্দেশখালির ঘটনার মাস্টার মাইন্ড শেখ শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ। আর এই ইস্যুতে গত কয়েক দিন ধরেই উত্তাল রাজ্য রাজনীতি। সন্দেশখালির ঘটনার জল গড়িয়েছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে জাতীয় রাজনীতিতে। এবার রাজ্য প্রশাসন ও পুলিশের পাশে দাঁড়িয়ে সন্দেশখালির ঘটনা নিয়ে বিরোধীদের আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিজেপির উদ্দেশ্য মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূলকে সাংগঠনিক ভাবে দুর্বল করা। সন্দেশখালি নিয়ে অযথা রাজনীতি করছে বিরোধীরা। ইডি-সিবিআই নয়, শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। গোটাটাই বিজেপির পরিকল্পনা। বুধবার বসিরহাটের সভা থেকে এই ভাষাতেই বিরোধীদের আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শিবু হাজরা, উত্তম সর্দারদের কেন হেফাজতে চাইছে না সিবিআই? সেই প্রশ্নও তুলেছেন অভিষেক।  

আরও পড়ুন: https://www.tribetv.in/Calcutta-High-Court-said-that-BJP-delegation-led-by-Bharati-Ghosh-will-be-allowed-to-go-to-Sandeshkhali-on-March-22

বুধবার বসিরহাটের সভা থেকে একাধিক ইস্যুতে বিরোধীদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালির ঘটনার পাশাপাশি রাজ্যে সাত দফায় নির্বাচন নিয়েও সরব হয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। এবারও ডায়মন্ডহারবার থেকে তিনি ৪ লক্ষেরও বেশি ভোটে জিতবেন বলে জানিয়ে দিলেন অভিষেক। সাত দফায় ভোট হলেও বিজেপি গোহারা হারবে বলে দাবি করেছেন তিনি। এই নির্বাচন প্রতিরোধের, প্রতিশোধের এবং শিক্ষা দেওয়ার নির্বাচন বলেও হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন: https://www.tribetv.in/abhishek-banerjee-will-not-be-called-by--ed--during-election-time-says-supreme-court

লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে বঙ্গ রাজনীতি। সন্দেশখালি, রাম মন্দির, সিএএ সহ একাধিক ইস্যুকে হাতিয়ার করে ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি। অন্যদিকে বারবার ইডি, সিবিআই হানা, ১০০ দিনের কাজের টাকা সহ একাধিক বিষয়ে বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনাকেই হাতিয়ার করছে তৃণমূল। এই আবহে আসন্ন নির্বাচনে কার দিকে পাল্লা ভারী তা সময়ই বলবে।