পুজোর থিমে বিশ্ব উষ্ণায়নের ভাবনা

মুক্তিপাড়ার ৬৪তম পুজোর থিম থাকছে "রোশনাই''। মূলত স্বাধীনতার ৭৫ বছরকে সামনে রেখে তাঁদের এবারের ভাবনা  স্বাধীনতার পর কতটা পরিবেশের স্বাস্থ্য সম্পর্কে সচেতন সাধারণ মানুষ।

পুজোর থিমে বিশ্ব উষ্ণায়নের ভাবনা

ট্রাইব টিভি ডিজিটাল: এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় সমস্যা বিশ্ব উষ্ণায়ন এবং পরিবেশ দূষণ। যার প্রভাব সরাসরি লক্ষ্য করা গেছে দেশের রাজধানী দিল্লিতে। আর এই উষ্ণায়ন এবং দূষণের হাত থেকে মুক্তি পেতে মানুষকে সবুজকে ভালবাসতে এবং সাইকেল চালাতে উৎসাহ দিচ্ছে আলিপুরদুয়ারের ফালাকাটার মুক্তি পাড়া ক্লাবের মন্ডপসজ্জা।

 শিল্পী শিবশংকর দাসের ভাবনায় এবারের মুক্তিপাড়ার ৬৪তম পুজোর থিম থাকছে "রোশনাই''। মূলত স্বাধীনতার ৭৫ বছরকে সামনে রেখে তাঁদের এবারের ভাবনা  স্বাধীনতার পর কতটা পরিবেশের স্বাস্থ্য সম্পর্কে সচেতন সাধারণ মানুষ। সেই বিষয় তুলে ধরা হচ্ছে। প্যান্ডেলের ভেতরে ঢুকলে আলোর রোশনায় দেখা যাবে "গ্রীন ওয়ার্ল্ড"। পলিউশন কন্ট্রোল করতে কি কি করা যেতে পারে এই সমস্ত দিক তুলে ধরা হবে। 

উষ্ণায়ন এবং পরিবেশ দূষণ থেকে মুক্তি পেতে গেলে মানুষকে তার মটর যান ছেড়ে সাইকেল চালাতে হবে, তবেই পরিবেশ নির্মল এবং স্বচ্ছ থাকবে। মন্ডপ সজ্জায় আরও দেখা যাবে, সাইকেল দিয়ে তৈরি বিভিন্ন কাজ। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে লোপামুদ্রার কণ্ঠে গাওয়া তাঁদের পুজোর থিমের উপর গান। এছাড়াও বাঁকুড়া থেকে আগত "ধামসা মাদলের'' দল ও স্থানীয় ঢাকির দল। ক্লাবকর্তারা আশাবাদী, এবারের পুজোয় তাঁদের এই মন্ডপসজ্জা দশাার্থীদের সচেতন করার পাশাপাশি মনও জয় করতে পারবে।

এবছরের পুজো মণ্ডপে বেশ কিছু অভিনবত্ব নিয়ন লাইট এর কাজ দেখা যাবে। এছাড়াও বেশ কিছু চলমান বস্তু এখানে থাকবে যা কিনা আলিপুরদুয়ারের মানুষ প্রথমবার দেখবেন এমনটাই দাবি রাখছেন মুক্তি পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির মন্ডপ সাজ্জার শিল্পীরা।