জাঙ্গিপাড়ায় নাবালিকাকে খুনের অভিযোগ, গ্রেফতার ৪

ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে ধর্ষনের চিহ্ন মেলেনি এবং জলে ডুবে মৃত্যু হয়েছে বলে জানান পুলিশ সুপার।  

জাঙ্গিপাড়ায় নাবালিকাকে খুনের অভিযোগ, গ্রেফতার ৪

ট্রাইব টিভি ডিজিটাল: জাঙ্গীপাড়ায় নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। জাঙ্গীপাড়া থানায় সোমবার সাংবাদিক বৈঠক করে হুগলি গ্রামীন পুলিশ সুপার জানান, ধর্ষনে বাধা দেওয়াতেই নাবালিকাকে খুন করা হয়।

জানা গিয়েছে, নাবালিকার এক দূর সম্পর্কের আত্মীয় যে নিজেও নাবালক তার সঙ্গে সম্পর্ক ছিল। দশমীর রাতে তার ডাকেই শ্রীহট্টতে গিয়েছিল নাবালিকা। সাইকেল চালিয়ে ডাকাতিয়া খালের পাশ দিয়ে শ্রীহট্ট গ্রামের একটি পুকুর পারে নাবালিকা দেখা করে তার প্রেমিকের সঙ্গে। সেখানে নাবালিকার সঙ্গে যৌন সম্পর্ক করতে চায় প্রেমিক। নাবালিকা বাধা দেয়। অভিযোগ, এরপর প্রেমিক তার তিন বন্ধুকে ডাকে। তাদের মধ্যে দুজন নাবালক। নাবালিকাকে জোর করে ধর্ষনের চেষ্টা করে। ধ্বস্তাধস্তি টানা হ্যাঁচরা চলতে থাকে। নাবালিকা পুকুরে পরে যায়। তার সাইকেল নিয়ে এলাকা থেকে চম্পট দেয় অভিযুক্তরা। 

আরও জানা গিয়েছে, সাঁতার জানত না নাবালিকা। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে ধর্ষনের চিহ্ন মেলেনি এবং জলে ডুবে মৃত্যু হয়েছে বলে জানান পুলিশ সুপার।  গত ৫ তারিখ দশমীর দিন নিখোঁজ হয় নাবালিকা। ৭ অক্টোবর জাঙ্গিপাড়া থানায় অপহরনের অভিযোগ দায়ের হয়। ঘটনার দিন রাতে পুলিশ অভিযোগ নিতে গরিমসি করে বলে অভিযোগ ওঠে। 

পুলিশ সুপার বলেন, ''কোনও পুলিশকর্মীর গাফিলতির অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।''  গত শনিবার আট তারিখ পুকুরে মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পুলিশ মৃতদেহ উদ্ধারে গেলে বাধা পায়। কয়েক ঘন্টা পর পুলিশের উচ্চপদস্থ কর্তারা গিয়ে সঠিক তদন্তের আশ্বাস দিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।

ওইদিন পুলিশ স্নিফার ডগ নিয়ে তল্লাশী চালায়। রাতেই জাল ফেলা হয় পুকুরে। রবিবার নাবালিকার সাইকেল খুঁজতে ঘটনার সূত্র সন্ধানে ড্রোনের সাহায্য নেয়। বিপর্যয় মোকাবিলা বাহিনী নামিয়ে তল্লাশী করা হয় এলাকার জলাশয়গুলিতে। কিন্তু সাইকেলের খোঁজ মেলেনি। রবিবার রাতে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনের নেতৃত্বে একটি দল নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে দোষীদের গ্রেফতারের ব্যাপারে আশ্বস্ত করেন। সোমবার ভোর রাতে হরিপালের খাজুরিয়া থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে ৩০২ পকসো ৮&১২,৩৭৬& ৫/১১,৩৬৩ ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতদের এদিন শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। এই বিষয়ে মৃতা নাবালিকার পরিবারের তরফে দোষী যেই হোক তার শাস্তির দাবি জানানো হয়েছে।