অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঘুমের মধ্যে খুনের চেষ্টার অভিযোগ, কাঠগড়ায় স্বামী-শ্বশুরবাড়ি

আক্রান্ত স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামী কোনও কাজ করে না। শুধুই তাঁর বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলতেন। না আনলে শুরু হয়ে যেত অত্যাচার।

অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঘুমের মধ্যে খুনের চেষ্টার অভিযোগ, কাঠগড়ায় স্বামী-শ্বশুরবাড়ি

ট্রাইব টিভি ডিজিটাল: গর্ভবতী স্ত্রীকে মারধরের অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। প্রাণ বাঁচাতে নিজের বাবা, মায়ের কাছে আশ্রয় নিয়েছেন আক্রান্ত স্ত্রী। ঘটনাটি ঘটেছে, মালদহের হরিশচন্দ্রপুর থানার তুলসীহাট্টা গ্ৰামের বৈজনাথপুর এলাকায়। 

পুলিশ জানিয়েছে, নির্যাতিতা ওই গৃহবধূর নাম লালবানু বিবি। সম্পূর্ণ ঘটনা জানিয়ে স্বামী, শশুর, শাশুড়ি সহ ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এদিকে অভিযোগ দায়ের হতেই গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৭ বছর আগে লালবানুর সঙ্গে বিয়ে হয় একই গ্ৰামের বাসিন্দা মহম্মদ সাহেরের। ওই গৃহবধূর মা মাজেদা বিবির অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর মেয়ের উপর অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকেরা। গত দু'মাস ধরে তা চরম পর্যায়ে পৌঁছয়। 

তিনি বলেন,  ''মঙ্গলবার রাতে আমার মেয়ে ঘুমিয়ে ছিল। সেই সময় মেয়েকে মারতে যায়। ৮ মাসের গর্ভবতী আমার মেয়ে। সে কোনও রকমে পালিয়ে আসে আমার কাছে। এরপর থেকে আমাদেরকেও প্রাণে মারার হুমকি দিচ্ছে। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি আমরা।''

 এদিকে স্বামীর উপর একরাশ ক্ষোভ উগরে দিয়ে স্ত্রী লালবানু বিবি বলেন, ''স্বামী কোনও কাজ করে না। শুধুই বলে আমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতে। আমার এক ছেলে ও মেয়ে আছে। রাতে ঘুমন্ত অবস্থায় আমাকে খুন করতে এসেছিল। আমি বাবার বাড়িতে পালিয়ে এসেছি। এখন ওরা হুমকি দিচ্ছে আমার বাবা-মাকেও খুন করবে। তাই স্বামী, শশুর, শাশুড়ি সহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি।''

 এদিকে অভিযোগ দায়ের হতেই পলাতক ওই গৃহবধূর স্বামী সহ শশুর বাড়ির সদস্যরা। গৃহবধূর উপর অত্যাচারের ঘটনা প্রসঙ্গে হরিশচন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ নথিভুক্ত হয়েছে। অভিযুক্তরা কেউ বাড়িতে নেই। ওদের খোঁজ চলছে।