কারশেডগামী ট্রেনে লোকালের ধাক্কা, শিয়ালদহ শাখায় স্তব্ধ রেল পরিষেবা

কারশেডের কাছে ট্রেন দুর্ঘটনার জেরে সাময়িক ভাবে স্তব্ধ হয়ে পড়েছে রেল পরিষেবা। চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা।

কারশেডগামী ট্রেনে লোকালের ধাক্কা, শিয়ালদহ শাখায় স্তব্ধ রেল পরিষেবা

ট্রাইব টিভি ডিজিটাল: দিনের ব্যস্ত সময়ে ফের বড়সড় দুর্ঘটনার কবলে লোকাল ট্রেন। Sealdah কারশেডের কাছে ট্রেন দুর্ঘটনার জেরে সাময়িক ভাবে স্তব্ধ হয়ে পড়েছে রেল পরিষেবা। চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। জানা গিয়েছে, বুধবার বেলা ১২'টার দিকে আপ রানাঘাট লোকালের সঙ্গে কারশেডে থাকা একটি লোকাল ট্রেনের সংঘর্ষ হয়। ঘটনার জেরে কারশেডে থাকা লোকাল ট্রেনের চালকের কামরা দুমড়ে মুচড়ে যায়। এদিকে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা মিললেও কার গাফিলতিতে এমন দুর্ঘটনা তা জানতে তদন্ত কমিটি গঠন করেছে রেলবোর্ড। ২৪ ঘণ্টার মধ্যে সেই তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

সূত্রের খবর, এদিন শিয়ালদহ ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে একটি ট্রেন কারশেডের দিকে যাচ্ছিল। ওই সময়ই ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে রাণাঘাট লোকাল (Ranaghat Local)। দুটি ট্রেনের পাশাপাশি ধাক্কা লাগে। যদিও আপাতত বড়সড় কোনও ক্ষতির খবর মেলেনি। এই দুর্ঘটনার জেরে দীর্ঘ দু'ঘণ্টা সব শাখায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ যাত্রীরা। 

আরও জানা গিয়েছে, লোকাল ট্রেনের ধাক্কায় তুবড়ে গিয়েছে আরেকটি ট্রেনের চালকের কেবিন। অন্য ট্রেনটি লাইনচ্যুত। রাণাঘাট লোকাল (Ranaghat Local) যাত্রীবাহী হওয়ায় বিপদ ছিল আরও বেশি। তবে প্রাথমিকভাবে জানানো হয়েছে কোনও যাত্রীর আহত হওয়ার ঘটনা ঘটেনি। তবে ট্রেন দুটির ধাক্কায় পর পর লাইনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। আপ রাণাঘাট লোকালকে সরানো হলেও, ধাক্কায় কারশেড গামী ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় সেটি লাইনে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা চলছে। রাণাঘাট লোকালের পিছনের চারটি কামরায় পাশাপাশি ধাক্কায় ক্ষতের সৃষ্টি হয়েছে। এছাড়া ধাক্কার তীব্রতায় কারশেডগামী ট্রেনের একটি চাকা ট্র্যাক ছেড়ে প্রায় তিন ফুট বাইরে চলে যায়।