মোবাইল টাওয়ার বসানোর নামে ২০ লাখ টাকার প্রতারণা, গ্রেফতার ৭

পোর্ট ডিভিশনের সাইবার সেল অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে এবং গোপন সূত্রে খবর পেয়ে একটি বেআইনি কলসেন্টারের হদিশ পায় তদন্তকারীরা।

মোবাইল টাওয়ার বসানোর নামে ২০ লাখ টাকার প্রতারণা, গ্রেফতার ৭

ট্রাইব টিভি ডিজিটাল: মোবাইল টাওয়ার বসানোর নামে প্রতারণার অভিযোগ। প্রায় ২০ লাখ টাকারও বেশি টাকা নিয়ে প্রতারণার অভিযোগ। একবালপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে একবালপুর থানার পুলিশ।  

জানা গিয়েছে, পোর্ট ডিভিশনের সাইবার সেল অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে এবং গোপন সূত্রে খবর পেয়ে একটি বেআইনি কলসেন্টারের হদিশ পায় তদন্তকারীরা। সল্টলেক এলাকায় অভিযান চালিয়ে এই কল সেন্টার থেকে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের একজন কল সেন্টারের মালিক এবং বাকিরা কর্মী বলে জানিয়েছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রচুর অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং কিপ্যাড ফোন। এছাড়াও প্রচুর সিম কার্ড, এটিএম কার্ড ও ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। 

অন্যদিকে, রাতের অন্ধকারে পাচার হচ্ছিল চোরাই শাল কাঠ। গোপন সূত্রে খবর পেয়ে সেই পাচার রুখে দিলো বনকর্মীরা। চালসা রেঞ্জের বনকর্মীরা পাচার রুখে প্রায় লক্ষাধিক টাকার চোরাই শাল কাঠ উদ্ধার করে। সোমবার গভীর রাতে ৫-৬ জন পাচারকারী ওই কাঠগুলো পাচার করছিল বলে খবর।

বিট অফিসার মনুয়ার হোসেনের নেতৃত্বে বনকর্মীরা পাচারকারীদের ধাওয়া করে। বনকর্মীদের ধাওয়া বুঝতে পেরে গোবরাবস্তি এলাকার কুর্তি নদীর পাশে পাচারকারীরা কাঠ রেখে পালিয়ে যায়। কাউকেই অবশ্য ধরতে পারেনি তারা। উদ্ধার হওয়া শাল কাঠ নিয়ে আসা হয় খরিয়ার বন্দর ক্যাম্পে।