তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

কলেজ গেটেই মার খেলেন নেতা

তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

নৈহাটিতে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে | কলেজ গেটেই মার খেলেন ছাত্র পরিষদের নেতা | অভিযোগের পাল্টা অভিযোগ তৃণমূল কাউন্সিলরের |

বুধবার সরস্বতী পুজোর দিন নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে সরস্বতী ঠাকুর দর্শনে গিয়েছিলেন নৈহাটি কলেজের প্রাক্তন ছাত্র তথা প্রাক্তন সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম। প্রতিমা দর্শন করে বেরোতে নাজমুলকে লক্ষ্য করে বেশ কয়েকজন দুষ্কৃতি তার গাড়ি ঘিরে ফেলে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করায় নাজমুলকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি তার গাড়িও ভাঙচুর করে দেওয়া হয়। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়াতেও আপলোড করা হয়। সম্পূর্ণ ঘটনা জানানো হয় রাজ্যের সেচ মন্ত্রী তথা নৈহাটীর বিধায়ক পার্থ ভৌমিককে। তিনি আশ্বাস দেন দোষীদের শাস্তি দেওয়া হবে। নাজমুল ইসলামের তরফ থেকে সম্পূর্ণ ঘটনা লিখিত আকারে অভিযোগ জানানো হয় নৈহাটি থানায় |

নাজিমুল ইসলাম, তৃণমূল ছাত্র পরিষদ নেতা (০.০০-১.০২) (৪.৩৬)

তবে এই ঘটনা সম্পূর্ণ মিথ্যে বলে পাল্টা দাবি করেন তৃণমূল কাউন্সিলর পার্থ সাহা | তার পাল্টা অভিযোগ, নাজিমুলের স্বভাব খুবই খারাপ | প্রথম বর্ষের ছাত্রীদের অন্তর্বস্ত্র নিয়েও টানা হিচড়ে করেছিল নাজিমুল |

পার্থ সাহা, তৃণমূল কাউন্সিলর (০.০৭-১.১৬) (৩.৫১)

তবে অভিযোগের পাল্টা অভিযোগে কলেজের রাজনৈতিক মহল এখন উত্তপ্ত | তবে পুলিশ সম্পূর্ণ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে |