তৃণমূল পরিষদীয় দলের FIR, পালটা এফআইআরের হুঁশিয়ারি শুভেন্দুর

বাজেট (WB Budget 2024) পেশ হয়ে যাওয়ার পর যখন তিনি প্রেস কনফারেন্স করতে চান তখন দেখা যায় ওখানে বিরোধী দলনেতা প্রেস কনফারেন্স করছেন। আরও পড়ুন...

তৃণমূল পরিষদীয় দলের FIR, পালটা এফআইআরের হুঁশিয়ারি শুভেন্দুর
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) সাংবাদিক সম্মেলন বানচাল করার চেষ্টা। অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় এফ‌আই‌আর। এফ‌আইআর করলো তৃণমূল পরিষদীয় দল। পালটা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। বৃহস্পতিবার  মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন শারীরিক  কারণে প্রেস কর্ণারে না গিয়ে ভার্চুয়ালি প্রেস কনফারেন্স করবেন। সেই কারণে বিধানসভার প্রেস কর্ণারে আলাদা ব্যবস্থা করা হয়।

বাজেট (WB Budget 2024) পেশ হয়ে যাওয়ার পর যখন তিনি প্রেস কনফারেন্স করতে চান তখন দেখা যায় ওখানে বিরোধী দলনেতা প্রেস কনফারেন্স করছেন। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ অপেক্ষা করেন। কিন্তু তারপরেও বিরোধী দলনেতা সাংবাদিক বৈঠক চালিয়ে যান। এরপর বিধানসভার প্রেস কর্ণারের ভার্চুয়াল মোডে মুখ্যমন্ত্রীর বক্তব্যের লাইন দেওয়া হলে অভিযোগ  কেউ বা কারা সেই লাইন কেটে দেয়। এই ঘটনায় শুক্রবার তৃণমূল পরিষদীয় দলের পক্ষ থেকে হেয়ার স্ট্রিট থানায় এফ‌আই‌আর করা হয়েছে।

আরও পড়ুন: https://www.tribetv.in/BJP-MLA-Sankar-Ghosh-targets-Mamata-Banerjee-over-BSF-Issue

পালটা জবাব এসেছে বিজেপির তরফেও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন অভিযোগ করেন তাদের মহিলা বিধায়কদের উদ্দেশ্য করে তৃনমুলে জয়গান করে স্লোগান দেওয়া হয়েছে। তাঁর আরও অধ্যক্ষের নিযোগ করা কিছু চতুর্থ শ্রেনীর কর্মী এই ঘটনা ঘটিয়েছে। এই বিষয় থানার পাশাপাশি আইনি রাস্তা খুলে রাখার কথা জানান শুভেন্দু (BJP Suvendu)। 

আরও পড়ুন: https://www.tribetv.in/Know-the-full-update-of-West-Bengal-Budget-session-2024

বিধানসভার শীতকালীন অধিবেশনেও দেখা গিয়েছিল শাসক-বিরোধী টক্কর। এবারের বাজেট অধিবেশন শুরু থেকে টক্কর যে চলবে তা বোঝাই যাচ্ছিল। স্বাভাবিক ভাবেই সবমিলিয়ে বিধানসভা সরগরম।