BSF-অভিযানে বানচাল পাচারের ছক, সীমান্ত থেকে বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার গয়না

বাজেয়াপ্ত হওয়া ওই রুপোর গয়নার বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা। এদিন সকালে ১১২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা টহল দেওয়ার সময় সোনাই নদীর ঘাটে

BSF-অভিযানে বানচাল পাচারের ছক, সীমান্ত থেকে বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার গয়না

ট্রাইব টিভি ডিজিটাল: ফের সীমান্তে উদ্ধার হল বিপুল পরিমাণ গয়না। যার বাজারমূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। শুক্রবার ভারত বাংলাদেশ সীমান্তের সোনাই নদীর ঘাট থেকে ২০.৪০০ কেজি রুপোর গয়না উদ্ধার করে BSF

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের স্বরুপনগর বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর সীমান্তের ঘটনা। ভারত-বাংলাদেশ সীমান্তে সোনাই নদীর ঘাট থেকে পাচার হওয়ার আগেই ওই বিপুল পরিমাণ রুপোর গয়না উদ্ধার করে ১১২ নম্বর ব্যাটেলিয়নের সীমান্ত রক্ষী বাহিনী। 

আরও জানা গিয়েছে, বাজেয়াপ্ত হওয়া ওই রুপোর গয়নার বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা। এদিন সকালে ১১২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা টহল দেওয়ার সময় সোনাই নদীর ঘাটে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখেন। সেই ব্যাগের ভিতর তল্লাশি চালিয়ে সেখান থেকে ২০ কেজি ৪০০ গ্রাম রূপোর গয়না উদ্ধার হয়। কে বা কারা এই রুপার গয়নাগুলি ফেলে রেখে গিয়েছে তার তদন্ত শুরু করেছে বিএসএফ। 

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মুড়িঘাটা ব্রিজ এলাকায় একটি সন্দেহ ভজন বোলেরো ভ্যান গাড়িকে আটক করে তল্লাশি চালায়। ওই গাড়ি থেকেই ১৯৩ কিলো ৬০০ গ্রাম গাজা উদ্ধার করে গোপালনগর থানার পুলিশ। গাড়িটি আটক করে এবং ৩ পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। ৩ পাচারকারীর নাম জসিম মিনা, মুস্তাকিন মণ্ডল, আক্তারুল মণ্ডল। ধৃতদের আজ বারাসাত আদালতে পাঠায় গোপালনগর থানার পুলিশ ।