জমি নিয়ে বিবাদ, দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, জখম বহু

দীর্ঘদিন ধরেই জমি রেজিস্ট্রি সংক্রান্ত বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে চলছিল পুরনো বিবাদ।

জমি নিয়ে বিবাদ, দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, জখম বহু

ট্রাইব টিভি ডিজিটাল: জমি নিয়ে পুরনো বিবাদের জের। থানায় জানিয়েও হয়নি সুরাহা! দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র বড়ঞায়  মৃত ১ ব্যক্তি, আহত ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন।

দীর্ঘদিন ধরেই জমি রেজিস্ট্রি সংক্রান্ত বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে চলছিল পুরনো বিবাদ। এক মাস ধরে পুলিশের কাছে জানানো হলেও কোন মীমাংসা না পেয়ে শনিবার রাতে উভয়পক্ষই বসে গ্রাম্য মীমাংসায়।

 অভিযোগ, একটি ঘরের মধ্যে মীমাংসা চলাকালীন সেখানেই অন্যপক্ষকে ঘর বন্ধ রেখে আগুনে পুড়িয়ে মারা চক্রান্ত করা হয়েছিল বিষয়টি বুঝতে পেরে বেরিয়ে আসার চেষ্টা করলে শুরু হয় দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ।

জানা গিয়েছে, একপক্ষের আঘাতে প্রথমে জখম হতে শুরু হয় অন্য পক্ষ। পরে শুরু হয় দুই পক্ষের মধ্যে মারামারি। লোহার রড শাবল, বাঁশ নিয়ে চলে তুমুল তান্ডব। শনিবার রাতের এই ঘটনায় ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বড়ঞা থানার মহিষগ্রাম এলাকা।

 অভিযোগ এক পক্ষ যখন বুঝতে পেরেছিল তাদেরকে মারার চক্রান্ত করা হয়েছে সেই বুঝে মীমাংসা চলা ওই ঘর থেকে বেরিয়ে আসার সময় অপরপক্ষরা হামলা চালায় এবং তারপরে বছর 72 এর এক ব্যক্তিকে সেখান থেকে তুলে নিয়ে যায়। এবং সকালে মেলে তার রক্তাক্ত মৃতদেহ।
 
 জানা গিয়েছে, মৃতের নাম পিয়ার মিয়া। ঘটনায় উভয় পক্ষের আহত হয়েছে মোট ৮ জন। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। বাকিরা কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

 ঘটনা নিয়ে মৃত পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশকে মীমাংসা করার জন্য আগে থেকেই জানানো হয়েছিল। তবে একমাস ধরে কোনও মীমাংসা না হওয়াই গ্রাম্য মীমাংসা বসে ছিল। আর সেই কারণেই এই ঘটনা। পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তের দাবি করেছে মৃতের পরিবার।