BGBS: বাণিজ্য সম্মেলনে 'স্বপ্নপূরণ' মমতার

গত বছরের বাণিজ্য সম্মেলনে ১৩৭টি আগ্রহপত্র ও সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়েছিল। ৩.৪২ লাখ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব ছিল। সেগুলিতে ৩০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছিল রাজ্য সরকার। জানুন বিস্তারিত...

BGBS: বাণিজ্য সম্মেলনে 'স্বপ্নপূরণ' মমতার
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: ৭৬০০ কোটির বিনিয়োগের প্রস্তাব নিয়ে মঙ্গলবার থেকে শুরু হয়েছিল বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন (BGBS 2023)। দু'দিনের এই সম্মেলনে অংশ নিয়েছিল ৪০টি দেশ। ৫ হাজারেরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছিলেন বৈঠকে। বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিনে সকলেরই আগ্রহ ছিল বিনিয়োগের অঙ্ক নিয়ে। বুধবার সম্মেলন শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, এবারের বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে ১৮৮টি মউ (MOU) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখনও পর্যন্ত প্রস্তাবিত লগ্নির মোট পরিমাণ ৩ লাখ ৭৬ হাজার ২৮৮ কোটি টাকা।

গত বছরের বাণিজ্য সম্মেলনে ১৩৭টি আগ্রহপত্র ও সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়েছিল। ৩.৪২ লাখ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব ছিল। সেগুলিতে ৩০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছিল রাজ্য সরকার। এবছর তার থেকেও বেশি বিনিয়োগের প্রস্তাব এল এবং মউ স্বাক্ষরিত হল। বুধবার স্বাস্থ্য, পরিকাঠামো নির্মাণ, কৃষি ক্ষেত্রে বিনিয়োগ করতে আগ্রহী  ৫৪ জনের প্রতিনিধি দল ব্রিটেন থেকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিতে এসেছিলেন। এদিন প্রতিনিধিদলের সঙ্গে বিনিয়োগ নিয়ে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিসের সঙ্গে একান্তে বৈঠক করেছেন তিনি।

 শুরু থেকেই বাংলার উন্নয়ন যজ্ঞের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় মমতাকে। তিনি জানিয়েছেন, উন্নতির কেন্দ্র এখন গ্রাম। যদি আপনার মিশন এবং ভিশন থাকে আপনি ঠিক এগোবেন। দেশে যখন কর্মসংস্থান কমছে  আমাদের রাজ্যে তখন কর্মসংস্থান বাড়ছে।  ভারতে কর্মসংস্থান ৪০ শতাংশ কমেছে, অথচ বাংলায় কর্মসংস্থান বেড়েছে ৪২ শতাংশ। রাজ্যে ৯০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে। চর্মশিল্প থেকে রাজ্যে ১০ লক্ষ কর্মসংস্থান হয়েছে।
শুধু এখানেই না থেমে ডিজিটাইলাইজেশনের পক্ষে থেকেও কর্মসংস্থানের পক্ষে আওয়াজ তুলে মমতা জানিয়েছেন, ক্যাশলেস অর্থনীতি কর্মসংস্থান করে না। আমরা ডিজিটাইলাইজেশন চাই। কিন্তু কর্মসংস্থান নষ্ট করতে চাই না।