ডিসেম্বরেই দিল্লি অভিযান: মমতা বন্দ্যোপাধ্যায়

শিক্ষক নিয়োগ থেকে রেশন কিংবা গরু পাচার মামলায় সিবিআই-ইডি (CBI-ED) স্ক্যানারে রাজ্যের একাধিক নেতা-মন্ত্রী। এবার জেলবন্দি অনুব্রত, পার্থ, জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ুন বিস্তারিত...

ডিসেম্বরেই দিল্লি অভিযান: মমতা বন্দ্যোপাধ্যায়
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: নজরে ২০২৪ এর লোকসভা ভোট। তার আগে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের সুর সপ্তমে তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া টাকার দাবিতে একদিকে যেমন রাজ্যের তৃণমূল বিধায়কদের কর্মসূচি বেঁধে দিলেন, একইসঙ্গে আগামী মাসেই 'দিল্লি চলো'-র ডাক দিলেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী (Mamata Banerjee)। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে নেতাজি ইন্ডোরের সভা থেকে মমতার গলায় ছিল চড়া সুর। বিধানসভার শীতকালীন অধিবেশন শুরুতেই বিধানসভা ভবনের আম্বেদকর মূর্তির পাদদেশে বিধায়কদের দু'ঘণ্টা কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ধরনা দেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা। একইসঙ্গে বকেয়া আদায়ের দাবিতে দিল্লি যাওয়ার দিনক্ষণও ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী। 

একই সঙ্গে ইন্ডিয়া (I.N.D.I.A) জোট প্রসঙ্গেও মুখ খুলতে শোনা গিয়েছে মমতাকে। বিজেপিকে (BJP) কার্যত হুঁশিয়ারি দিয়ে মমতা জানান, দিল্লি এবার দখল হবে। আর তিন মাস ওঁদের মেয়াদ। কিন্তু আমাদের ১০০ দিনের কাজ, বাংলা আবাস ও রাস্তার টাকা দিতে হবে। এটা তোমাদের টাকা নয়, জনগণের টাকা। জনগণের টাকা ফেরত দাও, নইলে বিদায় নাও। এর বাইরে আর কোনও কথা নেই।

এদিকে শিক্ষক নিয়োগ থেকে রেশন কিংবা গরু পাচার মামলায় সিবিআই-ইডি (CBI-ED) স্ক্যানারে রাজ্যের একাধিক নেতা-মন্ত্রী। এই পরিস্থিতিতে জেলবন্দি অনুব্রত, পার্থ, জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা চুরি করতে পারেন না বলেই আত্মবিশ্বাসের সুর তৃণমূল সুপ্রিমোর গলায়। নেতা-মন্ত্রীদের গ্রেফতারির পালটা প্রত্যাঘাতের হুঁশিয়ারিও দেন মমতা। 

গত ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে দিল্লিতে ধর্নায় বসে তৃণমূলের সাংসদ-মন্ত্রীরা। অভিষেক তখনই জানিয়েছিলেন, এই আন্দোলনে দিল্লির সরকার বকেয়া টাকা না মেটালে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলনে নামবে তৃণমূল। পূর্ব ঘোষণা মতো দিল্লির অভিযানের সময় ঘোষণা করলেও এখনও দিনক্ষণ জানাননি তৃণমূল সুপ্রিমো। আগামী দিনে তৃণমূলের (TMC)তরফে কী জানানো হয়, সেটাই এখন দেখার।