'এবার তো মুসলিম অফিসারকে দেখে পাকিস্তানি বলে দেবেন', খালিস্তানি বিতর্কে শুভেন্দুকে কড়া আক্রমণ মমতার

হাইকোর্টের অনুমতিতে মঙ্গলবার সকালে সন্দেশখালি যাওয়ার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটকায় পুলিশ। সেখানেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা।

'এবার তো মুসলিম অফিসারকে দেখে পাকিস্তানি বলে দেবেন',   খালিস্তানি বিতর্কে শুভেন্দুকে কড়া আক্রমণ মমতার
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: পাগড়ি পরা পুলিশকর্তাকে খলিস্তানি মন্তব্য। খলিস্তানি বিতর্কে এবার নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি বিভাজনের রাজনীতি, বাংলার সম্প্রীতি, সাংবিধানিক সীমা অতিক্রম করছে বলে বুধবার ভাষা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকেই সরাসরি গেরুয়া শিবিরকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী।  

হাইকোর্টের অনুমতিতে মঙ্গলবার সকালে সন্দেশখালি যাওয়ার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটকায় পুলিশ। সেখানেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা। অভিযোগ, সেই বচসার সময় কর্তব্যরত এক শিখ পুলিশ আধিকারিককে ‘খালিস্তানি’ বলেন শুভেন্দু। তা নিয়েই সরগরম রাজ্য রাজনীতি। বিভিন্ন মহল থেকে শুভেন্দুর এই আপত্তিকর মন্তব্যের সমালোচনার ঝড় ওঠে। যদিও তিনি এই ধরনের কোনও বিতর্কিত মন্তব্য করেননি বলেই দাবি করেছেন শুভেন্দু। এই নিয়ে তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দুর তীব্র সমালোচনা করা হলেও এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: https://www.tribetv.in/Calcutta-High-Court-major-order-in-Partha-Chatterjee-bail-case-on-recruitment-scam-issue

বুধবার দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকেই খালিস্তানি বিতর্ক নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে সুর চড়ালেন  মুখ্যমন্ত্রী। শুভেন্দুর এই মন্তব্য নিয়ে বিজেপিকে আক্রমণ করে মমতার অভিযোগ, বিজেপি রাজ্যে বিভাজনের রাজনীতি করছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে এবং সাংবিধানিক সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে। পাগরি পরার জন্য কোনও শিখকে যদি খালিস্তানি তকমা দেওয়া হয় তাহলে এবার তো মুসলিম অফিসারকে দেখে পাকিস্তানি বলবেন বলে বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে এই খালিস্তানি বিতর্ককে শাসক দল যে, বড় অস্ত্র করতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই। এই বিতর্কের জল যে আরও অনেকদূর পর্যন্ত গড়াবে তা আর বলার অপেক্ষা রাখে না।