হাত-হাতুড়ির জোট হয়েছে, একলা চলোর বার্তা মমতার

ইন্ডিয়া জোটের প্রথম বৈঠকের উদ্যোক্তা ছিলেন নীতিশ কুমার। যিনি এখন হাত বদলে পদ্ম শিবিরে। ইন্ডিয়া জোটও কার্যত ছন্নছাড়া। এই অবস্থায় প্রি পোল, অ্যালায়েন্সে আদেও তেমন লাভ নেই। জানুন বিস্তারিত...

হাত-হাতুড়ির জোট হয়েছে, একলা চলোর বার্তা মমতার
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: জোট নিয়ে জাতীয় রাজনীতির ডামাডোলের মধ্যেই এবার আঞ্চলিক দলগুলি নিয়ে দিল্লি দখলের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে ফের একলা চলোর বার্তা মমতার। বৃহস্পতিবার শান্তিপুরের সভা থেকে ফের একলা চলো নীতির পক্ষেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

 হাত-হাতুড়ির জোট হয়েছে। আমরা লড়ব একলা। আপনারা সঙ্গে থাকলে বাংলা থেকে গিয়ে দিল্লি দখল করব। আঞ্চলিক দলগুলো মিলে যোগ্য সরকার করব। পাঁচদিনের জেলা সফরে রওনা দেওয়ার আগেই বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। সরাসরি জানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার শান্তিপুরের সভা থেকেও আঞ্চলিক দলগুলি নিয়ে দিল্লি গড়ার ডাকের বার্তা দিয়ে কার্যত একলা চলো নীতি আরও স্পষ্ট করে দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ার দায় যে হাত শিবিরের তাও বুঝিয়ে দিয়েছেন তৃণমূল  সুপ্রিমো।  

ইন্ডিয়া জোটের প্রথম বৈঠকের উদ্যোক্তা ছিলেন নীতিশ কুমার। যিনি এখন হাত বদলে পদ্ম শিবিরে। ইন্ডিয়া জোটও কার্যত ছন্নছাড়া। এই অবস্থায় প্রি পোল, অ্যালায়েন্সে আদেও তেমন লাভ নেই। তা বিলক্ষণ জানেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় তাই মমতা স্পষ্টতই ঘোষণা করেছেন যা হবে ভোটের পর। তিনি যে সেই অবস্থানেই আছেন তা এদিন আরও একবার স্পষ্ট করে দিলেন।