পুজোর আগে বাংলায় ডেঙ্গি উদ্বেগ, বিশেষ উদ্যোগ নিল এই জেলা

পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে বাড়ছে জ্বরে আক্রান্তদের সংখ্যা। যার কারণে জেলা প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।

পুজোর আগে বাংলায় ডেঙ্গি উদ্বেগ, বিশেষ উদ্যোগ নিল এই জেলা
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: বর্ষার মরশুম শুরু হতেই বঙ্গে ডেঙ্গি উদ্বেগ (Dengue Update)। রাজ্যের একাধিক জায়গায় বাড়ছে ডেঙ্গির প্রকোপ। এবার ডেঙ্গি মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিল পশ্চিম বর্ধমান (west Bardhaman) জেলা প্রশাসন। জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ডেঙ্গিপ্রবণ এলাকাগুলিতে চলছে বিশেষ নজরদারি। জ্বরে আক্রান্তদের রক্তের নমুনা সংগ্রহ। এছাড়াও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গি সচেতনতা বাড়ানোর কাজ শুরু করেছে এই জেলা প্রশাসন। 

পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে বাড়ছে জ্বরে আক্রান্তদের সংখ্যা। যার কারণে জেলা প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরসভা এলাকার বাসিন্দাদের মধ্যে জ্বরে আক্রান্ত ১৩ জনের রক্তে ডেঙ্গির নমুনা পাওয়া গিয়েছে। পুজোর আগে বাংলাজুড়ে এই রকম ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবারই নবান্নে বৈঠকে বসেন স্বাস্থ্য সচিব। ডেঙ্গি মোকাবিলায় নেওয়া হয়েছে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ। 

অন্যদিকে, আসানসোল (Asansol) পুরসভার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া হয়েছে। একদিকে যেমন পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর জোর দেয়া হয়েছে। তেমনি জমা জল যাতে কোথাও জমে না থাকে সেদিকেও নজর দেয়া হচ্ছে বলে জানান তিনি। জেলা স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ডেঙ্গু প্রতিরোধে জেলা জুড়ে তৎপরতা শুরু হয়েছে ইতিমধ্যেই।

উল্লেখ্য, বর্ষার মরশুম শুরু হতেই বঙ্গে চড়ছে ডেঙ্গি আতঙ্ক। দুর্গা পুজোর আগে কলকাতা সহ জেলায়-জেলায় ফের মাথাচাড়া দিচ্ছে মশাবাহিত রোগের সংক্রমণ। আতঙ্কে কাঁটা আমজনতা। জানা গিয়েছে, এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ৮ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ২১ জন। শহর কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। গত ২১ জুলাই কলকাতার দুটি পৃথক হাসপাতালে মৃত্যু হয়েছে ৩ জনের। মৃতদের মধ্যে একজন বাঙ্গুর ও বাকি ২ জন নদিয়া জেলার বাসিন্দা।