Kolkata News: জগদ্বাত্রী প্রতিমা নিরঞ্জনে বচসা, কাঁচির কোপে মর্মান্তিক পরিণতি যুবকের

শনিবার মাঝরাতে জগদ্বাত্রী পুজোর ভাসান চলছিল চিংড়িঘাটার শান্তিনগরে। সেই সময় মাইকের গান পাল্টানো নিয়ে দুই যুবকের মধ্যে বচসা বাঁধে। বিস্তারিত জানতে আরও পড়ুন...

Kolkata News: জগদ্বাত্রী প্রতিমা নিরঞ্জনে বচসা, কাঁচির কোপে মর্মান্তিক পরিণতি যুবকের
নিহত যুবক সাহেব আলি সর্দার (বাঁ দিকে)

ট্রাইব টিভি ডিজিটাল: বিসর্জনের গান বাজানো নিয়ে বচসা। বচসার জেরে মর্মান্তিক পরিণতি যুবকের। মৃত যুবকের নাম সাহেব আলি সর্দার (২২)। শনিবার রাত ২টো নাগাদ ঘটনাটি ঘটেছে, চিংড়িঘাটায় শান্তিনগরে। সূত্রের খবর, জগদ্বাত্রী পুজোর ভাসানে গান চালানো নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ বাঁধে। আর তারপরই এক যুবককে গলায় কাঁচি ঢুকিয়ে খুন করার অভিযোগ উঠেছে অপর এক যুবকের বিরুদ্ধে।  

জানা গিয়েছে, শনিবার মাঝরাতে জগদ্বাত্রী পুজোর ভাসান চলছিল চিংড়িঘাটার শান্তিনগরে। সেই সময় মাইকের গান পাল্টানো নিয়ে দুই যুবকের মধ্যে বচসা বাঁধে। আর তারপরই চিংড়িঘাটায় শান্তিনগরের বছর ২২ এর ওই যুবককে কাঁচি দিয়ে গলায় কোপ মারে বিট্টু সর্দার নামে এক যুবক। বিট্টুর বিরুদ্ধে গলায় কাঁচি দিয়ে সাহেব আলিকে কোপ মারার অভিযোগ ওঠে। 

পুলিশ সূত্রে খবর, কাঁচির কোপে মৃত্যু হয় সাহেব আলির। শনিবার রাতে এক যুবককে মারধর করার সময় তা ঠেকাতে গেলে সাহেব আলি সর্দার নামে ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঠাকুর ভাসানের গান বাজানোর নিয়ে বচসার সূত্রপাত। বচসার জেরে কাঁচির কোপ দেওয়া হয় বলে অনুমান। রক্তাক্ত অবস্থায় যুবককে প্রথম নিয়ে যাওয়া হয় NRS হাসপাতালে। সেখান থেকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পরই ওই তরুণকে মৃত বলে ঘোষণা সাহেব আলীকে। এদিকে, চাঞ্চল্যকর এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। পুলিশ সূত্রে খবর, এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত বিট্টু। এর আগে একাধিক দুষ্কৃতীমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ। ঘটনার পর থেকে পলাতক বিট্টু সর্দার। এলাকার লোক বিট্টুর বাড়িতে চড়াও হয়। বিট্টুর স্ত্রীকে বিধাননগর দক্ষিণ থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় বলে সূত্রের খবর।