২ দিন নিখোঁজ, একরত্তির দেহ মিলল প্রতিবেশীর ছাদে! 

গত রবিবার সকাল দশটা নাগাদ নিখোঁজ হয়েছিল শান্তিনিকেতন থানার মোলডাঙ্গা গ্রামের পাঁচ বছরের শিশু শিবম ঠাকুর।

২ দিন নিখোঁজ, একরত্তির দেহ মিলল প্রতিবেশীর ছাদে! 

ট্রাইব টিভি ডিজিটাল: পাড়ার দোকানে বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ হয়ে যায় চার বছরের শিশু। ঘটনা বীরভূম জেলার (Birbhum) শান্তিনিকেতনে (Shantiniketan)। নিখোঁজ শিশুর নাম শিবম ঠাকুর।

মঙ্গলবার প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে উদ্ধার করা হল বস্তাবন্দি শিবমের নিথর দেহ। ঘটনায় রণক্ষেত্র বীরভূমের শান্তিনিকেতন। অভিযোগ, অপহরণ করে একরত্তিকে খুন করা হয়েছে। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। 

সূত্রের খবর, গত রবিবার সকাল দশটা নাগাদ নিখোঁজ হয়েছিল শান্তিনিকেতন থানার মোলডাঙ্গা গ্রামের পাঁচ বছরের শিশু শিবম ঠাকুর। মঙ্গলবার দুপুরবেলা ওই শিশুর মৃত্যু দেহ উদ্ধার হয় তার প্রতিবেশীর বাড়ির ছাদে। বস্তাবন্দী অবস্থায় ওই শিশুর মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধারের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় বাসিন্দারা ওই বাড়িতে ভাঙচুর এবং অগ্নি সংযোগে করে দেন। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় বিশাল পুলিশ বাহিনীর মোতায়েন করা হয়েছে। জানা যাচ্ছে, সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করার পর তাকে জিজ্ঞাসাবাদ করলে পুলিশ ওই শিশুকে বস্তাবন্দী করে পাশের বাড়ির ছাদে রাখার ঘটনা জানতে পারে।  

প্রসঙ্গত, শান্তিনিকেতনের মোলডাঙা এলাকায় একটি অঙ্গনওয়ারি কেন্দ্রের ছাত্র শিবম। সোমবার  সকাল ১০টা নাগাদ বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে গ্রামের মুদিখানার দোকানে যায় সে৷ মায়ের কাছ থেকে পাঁচ টাকা নিয়ে বিস্কুট কিনতেই সে দোকানে যাচ্ছে বলে জানিয়েছিল শিবম। দোকানেও গিয়েছিল। সেই শেষবার দেখা গিয়েছে শিবমকে। এরপর থেকেই নিখোঁজ চার বছরের শিশু।

দোকান থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি সে৷ ততক্ষণে শিবমের অঙ্গনওয়ারি কেন্দ্রে যাওয়ার সময় হয়ে যায়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়ে যাওয়া হবে বলে পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করে৷ কিন্তু দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাকে আর পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায় গ্রামে ৷ খবর দেওয়া হয় শান্তিনিকেতন থানায়।