ST-তালিকাভুক্ত করার দাবি, বাংলা-ঝাড়খণ্ড, ওড়িশা শাখায় কুড়মি সমাজের রেল অবরোধ

১৯৫০ সালে আদিবাসী কুড়মি সমাজকে এসটি তালিকা থেকে বাদ দেওয়া হয়। তারপর থেকে প্রায় ৭০ বছরের বেশি সময় ধরে কুড়মি সমাজকে এসটি তালিকাভুক্ত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

ST-তালিকাভুক্ত করার দাবি, বাংলা-ঝাড়খণ্ড, ওড়িশা শাখায় কুড়মি সমাজের রেল  অবরোধ

ট্রাইব টিভি ডিজিটাল: আগেই হুঁশিয়ারি দিয়েছিল। তপশিলি উপজাতি (ST) তালিকাভুক্ত করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে কুড়মি, মাহাতো সম্প্রদায়ের সামাজিক সংগঠনগুলি। এবার এই দাবিকে সামনে রেখে মঙ্গলবার সকাল থেকে খড়্গপুর শাখায় ট্রেন দাঁড় করিয়ে রেল অবরোধে নেমে পড়লেন কুড়মি সমাজের বাসিন্দারা। 

সকালের ব্যস্ত সময়ে অফিস টাইমে লাইফ-লাইন অবরোধ করে বিক্ষোভ শুরু হওয়ায় বাড়ি থেকে বেরিয়ে বিপাকে পড়েছেন বহু নিত্যযাত্রী এবং সাধারণ যাত্রীরা। এদিন সকাল থেকে রেল অবরোধের জেরে বাংলা-ঝাড়খণ্ড, ওড়িশা, খড়্গপুর-টাটা এবং পুরুলিয়া-আন্দ্রা শাখায় ব্যাহত হয় ট্রেন পরিষেবা। ট্রেন যাত্রীরা যেমন বিপাকে পড়বেন, তেমনই ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ হলে খড়্গপুর থেকে ঝাড়গ্রাম, বোম্বে রোডে সমস্যায় পড়বেন বহু মানুষজন।

এদিকে, খেমাশুলিতে ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে ওই সংগঠনের পক্ষ থেকে। তাই রেল ও পথ অবরোধকে সফল করে তোলার জন্য আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলা জুড়ে গত রবিবার বাইক রেলির মাধ্যমে প্রচার করা হয়। ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কুড়মি সমাজের বহু মানুষ শহীদ হয়েছেন। তা সত্ত্বেও ব্রিটিশ আমলে আদিবাসী কুড়মি সমাজ তপশিলি উপজাতি হিসেবে তালিকাভুক্ত ছিল।

আরও জানা গিয়েছে, দেশ স্বাধীন হওয়ার পর ১৯৫০ সালে আদিবাসী কুড়মি সমাজকে এসটি তালিকা থেকে বাদ দেওয়া হয়। তারপর থেকে প্রায় ৭০ বছরের বেশি সময় ধরে কুড়মি সমাজকে এসটি তালিকাভুক্ত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে কুড়মি সমাজের মানুষরা। কিন্তু এখনও কুড়মি সমাজকে এসটি তালিকাভুক্ত করার কোনও উদ্যোগ গ্রহণ করেনি কোনও সরকার। তাই আগামী কাল ২০ সেপ্টেম্বর মঙ্গলবার খেমাশুলিতে রেল  ও পথ অবরোধ সফল করে তোলার জন্য ছোটনাগপুর কুড়মি  কুড়মি মাহাত সমাজের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানানো হয়।