শিয়রে পঞ্চায়েত নির্বাচন, বীরভূম TMC-এর শীর্ষ নেতাদের তলব অভিষেকের

বছর ঘুরলেই রাজ্যজুড়ে বেজে যাবে ভোটের দামামা। উৎসবের মরশুম মিটতেই কর্মীদের মনোবল চাঙ্গা করতে জেলা সফর শুরু করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

শিয়রে পঞ্চায়েত নির্বাচন, বীরভূম TMC-এর  শীর্ষ নেতাদের তলব অভিষেকের

ট্রাইব টিভি ডিজিটাল: এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন। বছর ঘুরলেই রাজ্যজুড়ে বেজে যাবে ভোটের দামামা। উৎসবের মরশুম মিটতেই কর্মীদের মনোবল চাঙ্গা করতে জেলা সফর শুরু করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এদিকে গরুপাচার মামলায় এখনও সিবিআই হেফাজতে রয়েছেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। এই পরিস্থিতিতে বীরভূম জেলা তৃণমূলের শীর্ষ নেতাদের তলব করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

জানা গিয়েছে, আগামী ২৬ নভেম্বর বিকেল ৩টে নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলার সাংসদ ও বিধায়করা ছাড়াও ডাক পেয়েছেন জেলার ছাত্র, যুব, মহিলা এবং শ্রমিক সংগঠনের সভাপতিরাও। জানিয়েছেন, জেলা তৃণমূলের মুখপাত্র মলয় মুখোপাধ্যায়। ঐ বৈঠক থেকে পঞ্চায়েত ভোট নিয়ে দিকনির্দেশ দিতে পারেন বলেই মনে করছেন বীরভূমের জেলা নেতৃত্ব। 

অন্যদিকে, বীরভূমে তৃণমূল নেতাকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কীর্ণাহার থানার গোমাই গ্রামে স্থানীয় বিজেপি নেতা হিসেবে পরিচিত বিপদতারণ ঘোষের সঙ্গে ওই গ্রামে তৃণমূল নেতা বিধান ঘোষের রেষারেষি দীর্ঘদিনের। শনিবার রাতে সুনয়ন ঘোষ ও বিপদতারণ ঘোষ সহ অন্যরা উদ্ধানপুর থেকে মৃতদেহ সৎকার করে ফিরছিলেন। 

অভিযোগ, গোমাই গ্রাম ঢুকতেই বিপদতারণ ঘোষের দলবল তৃণমূল নেতা বিধান ঘোষ ও তাঁদের বেশ কয়েকজনকে মারধর করে। এমনকী, বিধান ঘোষের মাথায় আঘাত করার অভিযোগও ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। আর এই হাতাহাতিতে আক্রান্ত হন দুই পক্ষেরই তিনজন। গুরুতর জখম অবস্থায় তাঁদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।