Murshidabad News: পঞ্চায়েত প্রধানের স্বামীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা, পলাতক প্রৌঢ়

রওশন আকবর মল্লিক ওরফে মুক্তার মল্লিক নামে বছর ৪৫ এর ওই ব্যক্তি হঠাৎ করে পঞ্চায়েতে ঢুকে হম্বিতম্বি করতে থাকে। সেখানে তিনি পঞ্চায়েতের সদস্য রীতা হাজরার স্বামী কার্তিক হাজরার খোঁজ করতে থাকেন।

Murshidabad News:  পঞ্চায়েত প্রধানের স্বামীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা, পলাতক প্রৌঢ়
নিজস্ব চিত্র ।।

ট্রাইব টিভি ডিজিটাল: টাকা হারিয়ে যাওয়ার গণ্ডগোলের জের। পঞ্চায়েত প্রধানের ঘরে ঢুকে ধারালো অস্ত্র উঁচিয়ে শাসানির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এমনকি পঞ্চায়েত প্রধানের স্বামীর বুকে ওই অস্ত্র ঠেকিয়ে প্রাণে মারার হুমকিও দেয় অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের ভরতপুর ১ ব্লকের ভরতপুর পঞ্চায়েতে। পরে পঞ্চায়েত প্রধান গোটা বিষয়টি জানিয়ে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযুক্ত ব্যক্তি পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

পঞ্চায়েত সূত্রে খবর, রওশন আকবর মল্লিক ওরফে মুক্তার মল্লিক নামে বছর ৪৫ এর ওই ব্যক্তি হঠাৎ করে পঞ্চায়েতে ঢুকে হম্বিতম্বি করতে থাকে। সেখানে তিনি পঞ্চায়েতের সদস্য রীতা হাজরার স্বামী কার্তিক হাজরার খোঁজ করতে থাকেন। কিন্তু তাঁকে না পেয়ে সোজা মহিলা পঞ্চায়েত প্রধানের ঘরে ঢুকে একটি চেয়ারে বসে পড়ে। সেখানে পঞ্চায়েত প্রধান অনিতা মণ্ডলের স্বামী কালী কুমার মণ্ডলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ওই সময় হঠাৎ করেই ওই ব্যক্তি প্রায় এক ফুটের ধারালঅস্ত্র বের করে পঞ্চায়েত প্রধানের স্বামীকে মারতে উদ্যত হয়। বুকে ধারালো অস্ত্র রেখে তাঁকে শাসাতে থাকেন। সেইসময় পঞ্চায়েত প্রধান চিৎকার শুরু করলে অফিস কর্মীরা এসে পরিস্থিতি সামাল দেন। প্রধানের ঘর থেকে বের করে দেওয়া হয় ওই ব্যক্তিকে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরে সেখানে ভরতপুর থানার পুলিশ এসে পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এবিষয়ে পঞ্চায়েত সদস্য রীতা হাজরার স্বামী কার্তিক হাজরা বলেন, ''এবারের পঞ্চায়েত ভোটে অভিযুক্ত ব্যক্তির স্ত্রী আমার স্ত্রীর কাছে হেরে গিয়েছিল। এদিকে অক্টোবরের ২১ তারিখে আমাদের পাড়াতে মুক্তারের ঘনিষ্ট এক লটারি বিক্রেতা নেশা করছিল। সেইসময় পাড়ার কয়েকজন ছেলে তাকে উদ্ধার করে রাস্তার এক পাশে রেখে দেয়। এর পরদিন সকালে ওই লটারি বিক্রেতা পাড়ায় এসে অভিযোগ করে যে নেশাগ্রস্থ অবস্থায় তার ব্যাগ থেকে কেউ ১০ হাজার টাকা বের করে নিয়েছে। এই সমস্যা নিয়ে এদিন সকালে অভিযুক্ত কার্তিক বাবুর কাছে এসে টাকা উদ্ধার করার প্রস্তাব দেন। পরে শালিসি হলেও হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করা যায়নি। অভিযুক্তের দাবি হল হারিয়ে যাওয়া টাকা আমাকে মেটাতে হবে। আমি তাতে রাজি না হওয়ায় পঞ্চায়েতে এসে আমার খোঁজ চালাচ্ছিল।'' 

এদিকে অভিযুক্ত ওই বাসিন্দাকে বারবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। বাড়িতে গেলেও তার খোঁজ পাওয়া যায়নি। অভিযুক্তের স্ত্রী বেলি বিবি বলেন, ''উনি কোথায় আছেন, কী হয়েছে আমার কিছুই জানা নেই। তবে মোবাইল বাড়িতে পড়ে রয়েছে।'' এই বিষয়ে পঞ্চায়েত প্রধান বলেন, ''এদিন আমার ঘরে ঢুকে হঠাৎ করে বসে পড়ে ওই ব্যক্তি। স্বামী উনাকে কী ব্যাপার জিজ্ঞাসা করতেই প্যান্টের পিছন থেকে ধারালো অস্ত্র বের করে কোপাতে যায়। সেই সময় উনাকে অনুরোধ করি যে দাদা আপনার সমস্যার কথা বলুন। কিন্তু উনি আমাকেও অস্ত্র দেখিয়ে শাসাতে থাকেন। তখন আমি সাহায্যের জন্য চিৎকার করি।'' পঞ্চায়েত প্রধান আরও বলেন, যতক্ষন না অভিযুক্তকে পুলিস গ্রেফতার করছে। ততক্ষন পঞ্চায়েত কর্মীরা কর্মবিরতি পালন করবে।''  ভরতপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পলাতক। তবে ওই ব্যক্তির নামে একাধিক অপরাধমূলক ধারায় মামলা রয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।