দিয়ালির আগেই শব্দবাজির বিরুদ্ধে অভিযান, গ্রেফতার ১

প্রায় ১০ হাজার টাকার শব্দবাজির বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত যুবকের নাম দীপঙ্কর রায়। বাড়ি কোচবিহার জেলার কুচলিবাড়ির ৯৬ ফুলকেটা ডাবরি গ্রামে।

দিয়ালির আগেই শব্দবাজির বিরুদ্ধে অভিযান, গ্রেফতার ১

ট্রাইব টিভি ডিজিটাল:  দীপাবলির আগে শব্দবাজি নিয়ে যাওয়ার সময় হাতেনাতে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। তাকে গ্রেফতার করে  জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, প্রায় ১০ হাজার টাকার শব্দবাজির বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত যুবকের নাম দীপঙ্কর রায়। বাড়ি কোচবিহার জেলার কুচলিবাড়ির ৯৬ ফুলকেটা ডাবরি গ্রামে। বুধবার রাতে দিনবাজার থেকে টোটোয় করে শব্দবাজি নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ অভিযান চালিয়ে তল্লাশি করতেই বের হয়ে আসে শব্দবাজি। এরপর দীপঙ্করকে গ্রেফতার করা হয়। 

পুলিশ জানায়, ধৃতকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে। কোথায় থেকে বিপুল পরিমাণ এই শব্দবাজি কিনেছিল তা জানতে ধৃতের জেরা চলছে। অভিযোগ, দীপাবলির আগে একাংশ বাজি ব্যবসায়ী শব্দবাজি মজুত করে থাকেন। আদালতের নির্দেশে শব্দবাজি বিক্রি বন্ধ করতে জেলা জুড়ে নজরদারি বাড়ানো হয়েছে জানান পুলিশ সুপার দেবর্ষি দত্ত। তিনি বলেন," ব্যবসায়ীদের সর্তক করা হচ্ছে। এরপরেও শব্দবাজি পাওয়া গেলে অভিযান চলবে ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।" 

অন্যদিকে, হাওড়া লিলুয়া থানার পক্ষ থেকে জগদীশপুর আউটপোস্টের কাছ থেকে দু'গাড়ি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করে লিলুয়া থানা পুলিশ। একটি গাড়িতে ৬০০ কেজি ওপর আরেকটি গাড়িতে ৪০০ কেজি, টোটাল হাজার কেজির অধিক নিষিদ্ধ বাজি, বাজেয়াপ্ত করল লিলুয়া থানার পুলিশ আধিকারিকরা।