Weather News: অগাস্টের শুরুতেই 'ফুল ফর্মে' বর্ষা, দক্ষিণবঙ্গের ৭ জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

Weather News: অগাস্টের শুরুতেই 'ফুল ফর্মে' বর্ষা, দক্ষিণবঙ্গের ৭ জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: সপ্তাহের শুরুতেই সকাল থেকে আকাশের মুখভার। গত জুলাই মাসে সেভাবে বৃষ্টির দেখা না মিললেও অগাস্টের প্রথম সপ্তাহ থেকেই অ্যাকশন শুরু মৌসুমী বায়ুর। রবিবারও দিনভর আকাশের মুখ ভার ছিল। দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভিজেছে টানা বৃষ্টিতে। সোমবারও প্রায় একই আবহাওয়া। সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি চলছে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। 

উত্তরবঙ্গে নয়, দক্ষিণবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি এই সময় উত্তাল থাকবে সমুদ্র। আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। কলকাতায় কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা কমবে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। দিনভর মূলত মেঘলা আকাশ। দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি থাকবে।

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, কলকাতায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৫.৩ মিলিমিটার। হাওয়া অফিস সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সাত জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার ভারী বৃষ্টি হতে পারে- উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে।

মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে- নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। বুধবারেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুধু দক্ষিণের জেলায় নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে চলছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। সোম ও মঙ্গলবার কিছুটা একই থাকবে পরিস্থিতি। অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে।