অনাস্থা প্রস্তাবের আগেই সংসদে পুনরায় পা রাখলেন রাহুল, মিষ্টি মুখ করে উচ্ছ্বাস কর্মী সমর্থকদের

গত শুক্রবার Supreme Court সুরাট আদালতের সাজার রায়ের উপরে স্থগিতাদেশ দেওয়ার পরই রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরানোর আর্জি জানিয়েছিল কংগ্রেস।

অনাস্থা প্রস্তাবের আগেই সংসদে পুনরায় পা রাখলেন রাহুল, মিষ্টি মুখ করে উচ্ছ্বাস কর্মী সমর্থকদের
ছবি সৌজন্যে- টুইটার

ট্রাইব টিভি ডিজিটাল: সুপ্রিম স্বস্তিতে অবশেষে মুখে হাসি ফুটল Rahul Gandhi-র। সংসদে ফিরলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদি পদবি মামলায় খারিজ হয়ে গিয়েছিল কেরলের ওয়ানাড়ের সাংসদ পদ। গত শুক্রবারই শীর্ষ আদালত জানিয়ে দেয়, রাহুল গান্ধীর কারাদণ্ডের সাজার উপর স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। সেই বিষয়টি উল্লেখ করেই লোকসভার সচিবালয়ের তরফে বলা হয়, আপাতত রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরানো হচ্ছে। আগামী দিনে আদালতের রায় আসা পর্যন্ত সাংসদ পদে বহাল থাকবেন কংগ্রেস নেতা। 

সূত্রের খবর, সোমবার লোকসভার সেক্রেটারিয়েটের তরফে রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরানোর কথা জানানো হয়।  এরপরই আজ সংসদে এলেন রাহুল গান্ধী। অন্যদিকে, কংগ্রেসের তরফে রাহুলের সাংসদ পদ ফেরানোকে 'ঘৃণার বিরুদ্ধে ভালবাসার জয়' বলেই উল্লেখ করা হয়। মল্লিকার্জুন খাড়গে, অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে ইন্ডিয়া জোটের সদস্যরা মিষ্টিমুখ করে রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়া উদযাপন করেন। এদিকে Rahul Gandhi-র MP পদ ফিরে পাওয়ার খবর পাওয়ার পরই উচ্ছ্বাসে মেতে ওঠেন দলের কর্মী সমর্থকরা। ১০ জনপথ রোডে রাহুল গান্ধীর বাসভবনের সামনে নাচগান শুরু করেন তাঁরা। জানা গিয়েছে, মঙ্গলবার থেকেই মণিপুর ইস্যুতে আনা অনাস্থা প্রস্তাবের আলোচনা শুরু হবে সংসদে। তার আগের দিনই ফিরিয়ে দেওয়া হল রাহুলের সাংসদ পদ। 

https://twitter.com/ANI/status/1688438207174868992?s=20

উল্লেখ্য, গত শুক্রবার Supreme Court সুরাট আদালতের সাজার রায়ের উপরে স্থগিতাদেশ দেওয়ার পরই রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরানোর আর্জি জানিয়েছিল কংগ্রেস। লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করেন অধীর রঞ্জন চৌধুরী। সেক্রেটারিয়েটের কাছে সুপ্রিম কোর্টের রায়ের কপি জমা দেওয়া হয়। এরপরই আজ অধিবেশন শুরুর আগে লোকসভার সেক্রেটারিয়েটের তরফে বিজ্ঞপ্তি জারি করে রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরানোর কথা জানানো হয়। আজ থেকেই সংসদের অধিবেশনে যোগ দিতে পারবেন রাহুল, এমনটাই জানানো হয়। সেইমত সোমবার সংসদের বাদল অধিবেশনে যোগ দেন তিনি।