SSC Scam: শিক্ষা নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার আরও ১, CID হেফাজতে প্রাক্তন চেয়ারম্যান

গত ২১ ফেব্রুয়ারি সিআইডি গ্রেফতার করে বাঁকুড়ার ইন্দপুর ব্লকের ভতড়া শ্রীদুর্গা বিদ্যায়তন হাইস্কুলের সংস্কৃতের শিক্ষিকা জেসমিন খাতুনকে। এদিকে স্ত্রী গ্রেফতার হওয়ার আগে থেকেই নিজের আগাম জামিনের জন্য চেষ্টা চালাচ্ছিলেন শেখ সিরাজুদ্দিন।

SSC Scam: শিক্ষা নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার আরও ১, CID হেফাজতে প্রাক্তন চেয়ারম্যান

ট্রাইব টিভি ডিজিটাল: শিক্ষক নিয়োগ দুর্নীতিকান্ডে (SSC Scam) সি.আই.ডি'র হাতে গ্রেফতার স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিন। শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করে সি আই ডি। আজ তাঁকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করে সিআইডি। এর আগে একই মামলায় গত ২১ ফেব্রুয়ারি শেখ সিরাজুদ্দিনের স্ত্রী জেসমিন খাতুনকে গ্রেফতার করেছিল CID।  

স্কুল শিক্ষা দফতর ও পুলিশ সূত্রে খবর, ২০১৬ সালের পর থেকে ২০২৪-এর পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের চেয়ারম্যান পদে ছিলেন শালডিহা কলেজের অধ্যক্ষ শেখ সিরাজুদ্দিন। পদে থাকার সময় নিজে প্রভাব খাটিয়ে বাতিল হয়ে যাওয়া একটি প্যানেলের ভিত্তিতে স্ত্রী জেসমিন খাতুনকে স্কুল শিক্ষিকা হিসাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে শেখ সিরাজুদ্দিনের বিরুদ্ধে। অভিযোগ পেতেই ঘটনার তদন্তভার নেয় সিআইডি। তদন্ত চলাকালীন সিআইডি জানতে পারে বাতিল হয়ে যাওয়া প্যানেলের ভিত্তিতে ২০১৯ সালে শেখ সিরাজুদ্দিন স্ত্রী জেসমিন খাতুনকে চাকরি পাইয়ে দিয়েছিলেন।

আরও পড়ুন: https://www.tribetv.in/BJP-MP-Shantanu-Thakur-allegedly-accused-Mamatabala-Thakur-of-embezzling-money-from-Matua-community

এরপরই গত ২১ ফেব্রুয়ারি সিআইডি গ্রেফতার করে বাঁকুড়ার ইন্দপুর ব্লকের ভতড়া শ্রীদুর্গা বিদ্যায়তন হাইস্কুলের সংস্কৃতের শিক্ষিকা জেসমিন খাতুনকে। এদিকে স্ত্রী গ্রেফতার হওয়ার আগে থেকেই নিজের আগাম জামিনের জন্য চেষ্টা চালাচ্ছিলেন শেখ সিরাজুদ্দিন। কিন্তু শেষ পর্যন্ত তাঁর সেই আবেদন আদালত না মঞ্জুর করায় গা ঢাকা দিয়েছিলেন সিরাজুদ্দিন। গা ঢাকা দেওয়া অবস্থাতেই তাঁর স্বাক্ষর করা শালডিহা কলেজের একটি বিজ্ঞপ্তিকে ঘিরে বিতর্ক তৈরি হয়। সেই বিতর্কের মাঝেই সি আই ডি শুক্রবার শেখ সিরাজুদ্দিনকে গ্রেফতার করে।