আজ মেঘালয়ের পথে রওনা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বছর ঘুরলেই মেঘালয়ে বিধানসভা নির্বাচন।

বছর ঘুরলেই মেঘালয়ে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকেই পাখির চোখ করছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি সংগঠনকে মজবুত করতে উত্তর–পূর্বের রাজ্যে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই মেঘালয়েই পা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ , সোমবার মেঘালয়ের পথে রওনা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর এই সফরে মমতার সঙ্গী হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এই সফরে তাঁদের সঙ্গে থাকবেন মেঘালয়ে তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া।