Sandeshkhali Chaos: ইডির উপর হামলার দু'মাস, ফের শাহজাহানের বাড়িতে CBI

সন্দেশখালিতে CBI । ধৃত শাহজাহানের এলাকা থেকে নমুনা সংগ্রহ। ইডির আধিকারিকদের সঙ্গে কথা বলেই নমুনা সংগ্রহ ও হামলার ঘটনার তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দারা। পড়ুন বিস্তারিত...

Sandeshkhali Chaos: ইডির উপর হামলার দু'মাস, ফের শাহজাহানের বাড়িতে CBI
ধৃত শেখ শাহজাহান (নিজস্ব চিত্র)।।

ট্রাইব টিভি ডিজিটাল: ইডির উপর হামলা ও রেশন দুর্নীতির মাস্টারমাইন্ড শেখ শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)।  শুক্রবার সকালে শাহজাহানের সন্দেশখালির বাড়িতে যায় সিবিআই আধিকারিকরা। সঙ্গে ছিলেন দু'জন ইডি অফিসার সহ ফরেন্সিক আধিকারিকরা। 

সিবিআইয়ের ৫০ জনের প্রতিনিধি দলের মধ্যে বেশ কয়েকজন ফরেন্সিক আধিকারিক ও আছেন। তারা আজ মালঞ্চ বাজার এসে ওখান থেকে তিন সদস্য সিবিআইয়ের প্রতিনিধি দল তারা বসিরহাট মহাকুম আদালতে আসেন।  আদালতে এসে তাঁরা জানান,  শেখ শাহজাহানকে আগামী ১০ মার্চ পর্যন্ত ১০ দিনের পুলিশ হেফাজতে দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে যাতে এই মামলা পুলিশের কাছ থেকে সিবিআই আদালতে নিয়ে যাওয়া যায়, তার জন্য কথা বলেন।

আরও পড়ুন: https://www.tribetv.in/know-the-success-story-of-sabita-Halder-who-was-announcer-of-howrah-railway-station 

পাশাপাশি, সন্দেশখালি শেখ শাহাজানের বাড়িতে আধিকারিকরা শাহজানের বাড়ির যে গেটের তালা সিল করা ছিল, সেই তালার সিল ভেঙে তারা ভিতরে ঢুকে যেমন তল্লাশি করছে, পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে কথা বলছেন, কারণ নতুন কোন তথ্য উঠে আসে কিনা সবটাই খতিয়ে দেখছেন। পাশাপাশি সিবিআইয়ের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে শেখ শাহজাহানের মোবাইল ফোন। সেই ফোন কোথায় আছে, শেখ শাহাজানের সঙ্গে কার কার ওইদিন কথা হয়েছিল। সবটাই খুঁজে বার করার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা।