LPG Prices: নারী শক্তির ক্ষমতায়নে বড় পদক্ষেপ কেন্দ্রের, একধাক্কায় অনেকটা কমল রান্নার গ্যাসের দাম

আজ আন্তর্জাতিক নারী দিবস। ১০০ টাকা কমলো গৃহস্থের ব্যবহার্য্য গ্যাসের দাম। মাসের শুরুতেই সিলিন্ডারের দাম কিছুটা কম হওয়ায় খুশি আমজনতা। আরও পড়ুন...

LPG Prices: নারী শক্তির ক্ষমতায়নে বড় পদক্ষেপ কেন্দ্রের, একধাক্কায় অনেকটা কমল রান্নার গ্যাসের দাম
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: লোকসভার আগে নারী দিবসে প্রধানমন্ত্রীর বড় ঘোষণা। ১০০ টাকা কমলো গৃহস্থের ব্যবহার্য্য গ্যাসের দাম। মাসের শুরুতেই সিলিন্ডারের দাম কিছুটা কম হওয়ায় খুশি আমজনতা। আজ আন্তর্জাতিক নারী দিবস। আর এই নারী দিবসে মহিলাদের জন্য সুখবর দিলো কেন্দ্রের মোদি সরকার (Narendra Modi Government)।  রান্নার গ্যাসে সিলিন্ডার প্রতি দাম কমলো একশো টাকা। বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শুক্রবার নারী দিবস উপলক্ষে সকালেই নিজের 'X' হ্যান্ডেলে সুখবর দিয়ে বার্তা পোস্ট করে দেশবাসীকে জানিয়েছেন এই খুশির খবর।

তিনি তার 'এক্স হ্যান্ডেলে' লেখেন, ''আজ নারী দিবসে, আমাদের সরকার LPG সিলিন্ডারের ১০০ টাকা করে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে৷ এটি সারা দেশে লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝাকে কিছুটা লাঘব করবে। বিশেষ করে আমাদের নারী শক্তিকে উপকৃত করবে।'' 

আরও পড়ুন: https://www.tribetv.in/know-the-success-story-of-sabita-Halder-who-was-announcer-of-howrah-railway-station

 মোদি বলেন, ''রান্নার গ্যাসকে আরও সাশ্রয়ী করার মাধ্যমে আমরা দেশবাসীর প্রতিটি পরিবারের মঙ্গল এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য রাখি। এটি নারীর ক্ষমতায়ন এবং তাঁদের জন্য 'সহজ জীবনযাপন' ​​নিশ্চিত করার প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এদিকে মোদির টুইট করার সঙ্গে সঙ্গেই বিভিন্ন গ্যাস অফিস থেকে আজকের করা বিল থেকে বাদ গেল 100 টাকা অর্থাৎ ৯২৯ টাকার বদলে ৮২৯ টাকা। যদিও বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে কোনও পার্থক্য হয়নি। তবে এ রাজ্যে শাসক দলের পক্ষ থেকে অবশ্য এটা ভোটমুখী এবং ক্রমবর্ধমান লাগাতার দাম বৃদ্ধির ফলে মানুষের দুরবস্থার কথাই বলা হয়েছে।  বিজেপি কর্মী সমর্থকরা অবশ্য এটাকে মহানুভবতা এবং মানবিকতার দৃষ্টান্ত বলে দেখছেন। 

আরও পড়ুন: https://www.tribetv.in/CBI-entered-sheikh-Shahjahan-house-at-sandeshkhali-after-two-months-of-ed-attacks

তবে বিভিন্ন গ্যাস অফিসগুলি থেকে জানানো হয়েছে,  বিলের কোন পার্থক্য হয়নি, অর্থাৎ একই দামে বিল হবে। কিন্তু উপভোক্তারা তাঁদের অ্যাকাউন্টে আগে ২০ টাকা ছাড় পেতেন। এক্ষেত্রে ১০০ টাকার যোগ হয়ে ভর্তুকি হিসেবে পাবেন আরও অতিরিক্ত ১২০ টাকা। তবে রাজনীতি না বোঝা ছাপোষা গৃহিণীরা অবশ্য এই ঘোষণার ফলে খুশি। যদিও তাঁরা জানিয়েছেন, গ্যাসের দাম আরও কিছুটা কমালে তাঁদের হাতের নাগালে আসবে।