SSC Recruitment Scam: অধরা জামিন, পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

বুধবার বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে আদালতে একটি অতিরিক্ত হলফনামাও জমা দেওয়া হয়। পরবর্তী শুনানি ২৭ ফেব্রুয়ারি। বিস্তারিত পড়ুন...

SSC Recruitment Scam: অধরা জামিন,  পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় বড় নির্দেশ হাইকোর্টের
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের আবেদনের মামলার শুনানি পিছল। দেড় বছরেরও বেশি সময় ধরে পার্থ চট্টোপাধ্যায়কে জেলে রেখে কি তদন্ত হয়েছে, কবে থেকে শুরু হবে বিচার প্রক্রিয়া, তা জানতে চেয়ে ইডির থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। বুধবার বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে আদালতে একটি অতিরিক্ত হলফনামাও জমা দেওয়া হয়। পরবর্তী শুনানি ২৭ ফেব্রুয়ারি।

পিছিয়ে গেল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের মামলা। ইডির কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। তদন্তের গতিপ্রকৃতি জানিয়ে রিপোর্ট দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। আগামী ২৭ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। এদিন শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায়ের কাছে জানতে চান কতদিন ধরে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তার উত্তরে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জানান, গত একবছর ৭ মাস ধরে তিনি জেলে রয়েছেন। 

আরও পড়ুন: https://www.tribetv.in/Tear-gas-shells-are-continuously-being-fired-on-the-farmers

আরও পড়ুন: https://www.tribetv.in/Justice-of-Calcutta-high-court-targets-dig-cid-over-murshidabad-gotha-high-school-case

 বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, এতদিন একটা মানুষকে জেলে রেখে কী তদন্ত করেছে ইডি জানতে চায় আদালত। পার্থ চট্টোপাধ্যায়ের বিচারপ্রক্রিয়া (ট্রায়াল) কবে থেকে শুরু হবে, জানতে চায় আদালত। তা রিপোর্ট আকারে ইডিকে আগামী ২৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন আদালতে জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আজ পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে তাঁর বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে একটি অতিরিক্ত হলফনামাও আদালতে জমা দেওয়া হয়।