PSC-র চেয়ারম্যান নিয়োগের দায়িত্ব নেবে হাইকোর্ট, রাজ্যসরকারকে কড়া নির্দেশ

দীর্ঘদিন ধরে ফাঁকা করে রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ। যার জেরে পাবলিক সার্ভিস সংক্রান্ত একাধিক পরীক্ষার ইন্টারভিউ নেওয়া যাচ্ছে না।

PSC-র চেয়ারম্যান নিয়োগের দায়িত্ব নেবে হাইকোর্ট,  রাজ্যসরকারকে কড়া নির্দেশ
কলকাতা হাইকোর্ট (ফাইল চিত্র)

 ট্রাইব টিভি ডিজিটাল: রাজ্য না পারলে পাবলিক সার্ভিস কমিশনের (PSC) চেয়ারম্যান নিয়োগের দায়িত্ব নেবে হাইকোর্টই। জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এ ব্যাপারে রাজ্য সরকারের মত জানতে চায় হাইকোর্ট। আগামী ১৪ মার্চ মামলার পরবর্তী শুনানি। তার আগেই রাজ্যকে তাদের মতামত জানাতে নির্দেশ প্রধান বিচারপতির (T.S Shivgyanam)।

দীর্ঘদিন ধরে ফাঁকা করে রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ। যার জেরে পাবলিক সার্ভিস সংক্রান্ত একাধিক পরীক্ষার ইন্টারভিউ নেওয়া যাচ্ছে না। আটকে রয়েছে বিভিন্ন জুডিশিয়াল সার্ভিসেস এবং WBCS-এর মত পরীক্ষার ইন্টারভিউও। রাজ্যের আদালতগুলিতে থমকে যাচ্ছে বিচার প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশ মানাও সম্ভব হচ্ছে না। তাই পিএসসির চেয়ারম্যান নিয়োগের দাবিতে মামলা দায়ের হয় হাইকোর্টে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। এই পরিস্থিতিতে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগের দায়িত্ব নিজেদের হাতে নিতে চায় কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার যদি দায়িত্ব পালন না করতে পারে তাহলে হাইকোর্টই চেয়ারম্যান নিয়োগ করার দায়িত্ব নেবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এ ব্যাপারে রাজ্য সরকারের মত জানতে চায় হাইকোর্ট। আগামী ১৪ মার্চ মামলার পরবর্তী শুনানি। তার আগেই রাজ্যকে তাদের মতামত জানাতে নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির।

আরও পড়ুন: https://www.tribetv.in/WB-CM-Mamata-Banerjee-announced-to-increasing-anganwadi-worker-salary

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ফাঁকা করে রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ। যার জেরে পাবলিক সার্ভিস সংক্রান্ত একাধিক পরীক্ষার ইন্টারভিউ নেওয়া যাচ্ছে না। আটকে রয়েছে বিভিন্ন জুডিশিয়াল সার্ভিসেস এবং ডব্লিউবিসিএস এর মত পরীক্ষার ইন্টারভিউও। পিএসসির চেয়ারম্যান নিয়োগের দাবিতে মামলা দায়ের হয় হাইকোর্টে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দ্রুত এই মামলার শুনানি করে নিষ্পত্তি প্রয়োজন।পিএসসিতে ৬ থেকে ৭ জন মেম্বার থাকার কথা। কিন্তু বর্তমানে পিএসসিতে মেম্বার রয়েছেন মাত্র দুজন।

আরও পড়ুন: https://www.tribetv.in/PM-Modi-attacks-Bengal-Government-over-women-harassment-issue-in-west-bengal-areas

পাশাপাশি দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে রয়েছে চেয়ারম্যানের পদ। যে কারণে WBCS থেকে শুরু করে রাজ্য জুডিসিয়াল সার্ভিসের একাধিক পরীক্ষার ইন্টারভিউ থমকে রয়েছে। পাশাপাশি দাবি করা হয়, গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের নিয়োগ পিএসসির থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি শোনার পরই মামলার দ্রুত শুনানির আশ্বাস দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আজ এই মামলা শুনানিতে, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে স্বতঃপ্রণোদিতভাবে দায়িত্ব নেওয়ার কথা জানালো কলকাতা হাইকোর্ট। আগামী ১৪ মার্চ মামলার পরবর্তী শুনানি।