CAA News: দেশজুড়ে কার্যকর CAA, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

দেশজুড়ে কার্যকর CAA (Citizenship Amendment Act)। সোমবার সন্ধ্যায় CAA নিয়ে বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। অবশেষে লোকসভা ভোটের মুখে দেশজুড়ে কার্যকর হল CAA । জানুন বিস্তারিত...

CAA News: দেশজুড়ে কার্যকর CAA, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: দেশজুড়ে কার্যকর CAA (Citizenship Amendment Act)। সোমবার সন্ধ্যায় CAA নিয়ে বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। অবশেষে লোকসভা ভোটের মুখে দেশজুড়ে কার্যকর হল CAA (সিএএ)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি জারির পর দেশজুড়ে লাগু নাগরিকত্ব সংশোধনী আইন। আজ থেকেই দেশজুড়ে কার্যকর সিএএ আইন। ২০১৯ সালের ১১ ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী আইন সংক্রান্ত এই বিলটি প্রথম উত্থাপন করা হয় সংসদে। সংসদের উভয় কক্ষে পাস হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও অনুমোদন দিয়েছিলেন CAA-এর বিলে। এরপর সেটি আইনে পরিণত হয়। 

https://x.com/PIBHomeAffairs/status/1767173423975879168?s=20

লোকসভার আগেই দেশজুড়ে কার্যকর করা হবে নাগরিকত্ব সংশোধনী আইন। ভোটের মুখে এই নিয়ে একাধিকবার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah। নতুন এই সংশোধনী নাগরিকত্ব আইনের ফলে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন ও পার্সিদের ভারতীয় নাগরিকত্ব দেবে সরকার (Government of India)। CAA পাসের প্রায় সাড়ে চার বছর পর দেশজুড়ে কার্যকর করা হল এই আইন। ১৯৫৫ সালের Citizenship Amendment Act অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যে সমস্ত সংখ্যালঘু হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন ও পার্সিরা ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে এসেছেন তাঁদেরকে নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় এনে ভারতের নাগরিকত্ব প্রদান করবে সরকার। 

আরও পড়ুন: https://www.tribetv.in/hearing-of-Sheikh-Shahjahan-bail-case-was-delayed-in-Calcutta-High-Court

অন্যদিকে, ভোটের দিনক্ষণ ঘোষণার মুখে এভাবে দেশজুড়ে CAA কার্যকর করা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মেরুকরণের রাজনীতি নিয়ে সরব হয়েছে কংগ্রেস সহ জাতীয় বিরোধী দলগুলি। সোমবার (11.03.2024) থেকে 'CAA' কার্যকর করা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে কংগ্রেস।  কংগ্রেসের তরফে সরকারের বিজ্ঞপ্তির সময় নিয়ে প্রশ্ন তুলেছে। বলা হয়েছে, 'এটি করা হয়েছে নির্বাচনকে মেরুকরণ করার জন্য।'