BJP-কে সামাজিক বয়কটের নিদান, বিতর্কে TMC চেয়ারম্যান

তৃণমূলের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের এমন আজব নিদানের পাল্টা জবাব দিতে ছাড়েনি বিজেপি।

BJP-কে সামাজিক বয়কটের নিদান, বিতর্কে TMC চেয়ারম্যান

ট্রাইব টিভি ডিজিটাল: বছর ঘুরলেই বেজে যাবে ভোটের বাদ্যি। এখন থেকেই রাজনীতির ময়দানে যুযুধান শাসক-বিরোধি দু'পক্ষই। একচুলও জমি ছাড়তে নারাজ সব দলই। তার মধ্যে আবারও পঞ্চায়েত ভোটের আগেই হাওয়া গরম কোচবিহারে। ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। এবার রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি'কে সামাজিক ভাবে বয়কট করার ডাক দিলেন তিনি। খোদ চেয়ারম্যানের এই নিদানে অস্বস্তি ছড়িয়েছে শাসক দলের অন্দরে। ক্ষোভে ফুঁসছে গেরুয়া শিবিরও। পাল্টা দিতে থামেননি বিজেপি'র রাজ্য সহ সভাপতি দিলীপ ঘোষও।  

শুক্রবার কোচবিহারের তুফানগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস আয়োজিত থানা মোড়ে এক জনসভার আয়োজন করা হয়। সেখান থেকেই বিজেপিকে সামাজিক বয়কটের নিদান দেন এই তৃণমূল নেতা। এদিনের জনসভায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণ, জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক ও তুফানগঞ্জের নেতৃত্বরা। নিশীথ প্রামানিকে পদত্যাগ এবং গ্রেফতার ও বিজেপির বঙ্গভঙ্গ চক্রান্তের বিরুদ্ধে এই জনসভার আয়োজন করা হয়েছিল। এদিনের এই বৈঠক থেকে তিনি জানান, যে সমস্ত বিজেপি নেতাদের নামে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এমন ক্রিমিনালদের দল বিজেপিকে সামাজিক বয়কট করার ডাক দিয়েছি। এরা জেলে না থেকে যদি সমাজে ঘোরে উন্নয়নের ব্যাঘাত ঘটবে। তিনি এও জানান, পায়ে কাঁদা লাগলে যেমন ধুয়ে ফেলতে হয় সেই ব্যাবস্থা করতে হবে।

এদিকে তৃণমূলের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের এমন আজব নিদানের পাল্টা জবাব দিতে ছাড়েনি বিজেপি। এই বিষয়ে কোচবিহার জেলা বিজেপির সভাপতি জানিয়েছেন, সামাজিক বয়কট মানুষ তৃণমূলকে আগেই করছে। দুর্নীতিগ্রস্ত নেতারা জেল খাটছে। মানুষ দেখছে এবং তার জবাব আগামী ভোটেই প্রতিফলিত হবে বলে মন্তব্য করেছেন তিনি।  

এদিকে বিজেপিকে উৎখ্যাত করার দাবিতে এর আগেও নানা মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন উদয়ন গুহ সহ তৃণমূলের একাধিক নেতামন্ত্রী। আর এবার পঞ্চায়েত ভোটের আগে ফের গেরুয়া শিবির নিয়ে মন্তব্য করে বিতর্ক আরও উস্কে দিলেন খোদ তৃণমূলের চেয়ারম্যান। এখন দেখার ভোটের ময়দানে জল কোনদিকে গড়ায়।