সাংসদের গাড়ির সঙ্গে দুর্ঘটনায় মৃত্যু!

সাংসদের গাড়ির সঙ্গে দুর্ঘটনায় মৃত্যু বড়ো ছেলের | ক্ষতিপূরণ নয়, মৃতের স্ত্রী এবং ভাইকে চাকরি দেওয়ার দাবি পরিবারের |

সাংসদের গাড়ির সঙ্গে দুর্ঘটনায় মৃত্যু!

সাংসদের গাড়ির সঙ্গে মোটরবাইক সংঘর্ষে মৃত্যু এক মোটরবাইক আরোহীর, আর তার জেরেই শাসক দল তৃণমূল কংগ্রেসের মন্তব্যে লোকসভা ভোটের আগে বিপাকে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। সূত্রের খবর, গত সোমবার রানাঘাটে দলীয় কাজে আসার সময় রানাঘাট আইসতলার কাছে সাংসদের গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কায় আহত হন দুই মোটরবাইক আরোহী। সেই ঘটনায় এক মোটরবাইক আরোহীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। আর সেখানেই শুক্রবার দুপুরে মৃত্যু হয় তাঁর। এই খবর মৃত যুবকের বাড়ী হবিবপুরে এসে পৌঁছনোর পর থেকেই ক্ষোভ বাড়ছে এলাকায়। মৃতের পরিবার ও স্থানীয়দের দাবি, সাংসদকে অবিলম্বে মৃতের পরিবারের কাউকে চাকরি অথবা ক্ষতিপূরণ দিতে হবে, নচেৎ আন্দোলনের পাশাপাশি সাংসদের বিরুদ্ধে আইনি পথে যাবেন তারা। এই ঘটনার পর সাংসদের বিরুদ্ধে সরব হয়েছেন শাসক দল তৃণমূলও । 

যদিও তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ প্রসঙ্গে জিজ্ঞাসা করলে প্রশ্ন এড়িয়েছেন সাংসদ। তিনি নিজে আহতদের হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছেন বলেই দাবি তাঁর |

অন্যদিকে পরিবারের তরফে মৃতের স্ত্রী এবং মৃতের ভাইকে চাকরি দেওয়ার দাবি করা হয়েছে বিধায়কের কাছে |

তবে ঘটনায় বেশ উত্তাল হয়ে উঠেছে আইসতলা | বিজেপি তৃণমূলের মধ্যে মনমালিন্য তো আছেই | তার মাঝে এমন ঘটনা স্থানীয় বিজেপি-তৃণমূল মনমালিন্যকে যে ইন্থন জুগিয়েছে তা বলাই বাহুল্য |