বিশাল জনসভা আয়োজনের ভাবনা তৃণমূলের!

প্রশ্নের মুখে রাজ্যের শাসক শিবির

বিশাল জনসভা আয়োজনের ভাবনা তৃণমূলের!

সন্দেশখালি এখন খবরের শিরোনামে | জ্বলন্ত অগ্নিশিখা যেনও নেভার নাম নিচ্ছে না | সেখানেই তৃণমূলের বিশাল জনসভার আয়োজনের চিন্তাভাবনা ! 

এখনও আগুনের শিখা রয়েছে সন্দেশখালিতে | শনিবার রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা যান এলাকায়। শীতলিয়া গ্রামে বিজেপি কর্মীর শিশুকে নিগ্রহের ঘটনা খতিয়ে দেখতে যান তারা। এদিকে, রবিবার সন্দেশখালিতে তৃণমূলের একটি প্রতিনিধি দল যাচ্ছে বলে খবর। ১৪৪ ধারা জারি থাকায় সন্দেশখালি থেকে কিছুটা দূরে সরবেরিয়ায় অথবা ধামাখালিতে বৈঠক করতে পারেন তাঁরা। আগামী ৩ মার্চ সন্দেশখালিতে বৃহৎ জনসভা করার ভাবনা তৃণমূলের। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালিতে শনিবার সাত সকালেই হাজির হন পশ্চিমবঙ্গ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল। দলের নেতৃত্ব দিচ্ছেন কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস। সন্দেশখালি কাণ্ডে তদন্তের জন্য তারা আজ কাহারপারা, লস্কর পাড়া, দাসপাড়া অঞ্চলে যান এবং সেখানকার নির্যাতিতা মহিলাদের শিশু সন্তানরা কি পরিস্থিতিতে বসবাস করছেন সেগুলি খতিয়ে দেখেন।

গত এক মাস যাবৎ যে রাজনৈতিক অস্থিরতা ও হিংসা, ভাঙচুর, মারধর, অগ্নিসংযোগ এমনকি ৫ বছরের শিশুকে ছুড়ে ফেলার মত বিভীষিকাময় ঘটনা ঘটেছে তার অভিযোগের পরিপ্রক্ষিতে শিশুমনে কি কোনও কু-প্রভাব বিস্তার করেছে বা তাদের কী ধরনের রিহ্যাবিলিটশন প্রয়োজন সেটাই খতিয়ে দেখতে পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়েই ৪ জনের প্রতিনিধি দল সন্দেশখালি পৌঁছয়। উল্লেখ্য, নিগৃহীত শিশুটির ব্যাপারে ইতোমধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। উত্তর ২৪ পরগনা জেলাশাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের তরফে আগামী ৩ তারিখে জনসভা হবে তার জন্য অনেকটাই প্রস্তুত তৃণমূল কংগ্রেস |

স্থানীয় পঞ্চায়েতের ১৯ টি গ্রামে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফে ১৪৪ ধারা জারি রয়েছে। তার মধ্যেই আগামী কাল ১৮ ফেব্রুয়ারি রবিবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যের একটি প্রতিনিধি দল সন্দেশখালী যাবার কথা। তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে খবর, রবিবার মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু সহ তিনজনের প্রতিনিধি দল সরবেরিয়ায় অথবা ধামাখালিতে একটি দলীয় সভা করার কথা রয়েছে। সেখানেই আগামী ৩ মার্চ জনসভা করার ব্যাপারে আলোচনা হতে পারে। আগামী ৩ মার্চ প্রায় এক লাখ মানুষের জন সমাবেশের টার্গেট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। এর আগে রবিবারই সন্দেশখালিতে জনসভা করার কথা থাকলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে তা পিছিয়ে দেওয়া হয়। তবে এখন প্রশ্ন উঠেছে, সন্দেশখালির এমন পরিস্থিতি থাকা সত্ত্বেও কি করে জনসভা করার চিন্তাভাবনা করছে তৃণমূল কংগ্রেস ? যেখানে বিজেপি যেতে পারছে না, সেখানে তৃণমূল কংগ্রেসের সভা হবে ? এই সব প্রশ্নের মুখে রাজ্যের শাসক শিবির |