ভারত জোড়ো যাত্রায় রাহুলের পাশে রঘুরাম রাজন!

শুরু থেকেই রাহুলের ভারত জোড়ো যাত্রায় পা মিলিয়েছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষজন, জনপ্রতিনিধিরা

ভারত জোড়ো যাত্রায় রাহুলের পাশে রঘুরাম রাজন!

ট্রাইব টিভি ডিজিটাল: দেশবাসীকে এক সুতোয় জুড়তে ভারত জোড়ো যাত্রার ডাক দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শুরু থেকেই রাহুলের ভারত জোড়ো যাত্রায় পা মিলিয়েছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষজন, জনপ্রতিনিধিরা। এবার রাহুলের ভারত জোড়ো যাত্রায় দেখা গেল রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনকে। অর্থনীতি হোক কিংবা কোনও সামাজিক প্রসঙ্গ, নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বহুবার তোপ দেগেছেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। এবার কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় দেখা গেল তাঁকে। রাজস্থানের পথে রাহুল গান্ধীর সঙ্গে পায়ে পা মেলালেন রাজন। ভারত জোড়ো যাত্রায় রাজনের অংশ নেওয়ার সেই ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

শুরু থেকে ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের প্রখ্যাতদের দেখা গিয়েছে। এবার বুধবার রাজস্থানের সোয়াই মাধোপুরে রাহুলের সঙ্গে হাঁটতে দেখা গেল রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভার্নরকে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, হাঁটতে হাঁটতে শীর্ষ কংগ্রেস নেতার সঙ্গে কোনও বিষয়ে আলাপচারি রাজনের। রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নেওয়া নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর। তবে এর আগেও স্বক্ষেত্রে প্রখ্যাতদের ভারত জোড়ো যাত্রায় অংশ নিতে দেখা গিয়েছে। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় হেঁটেছেন সমাজকর্মী মেধা পাটেকর, স্বঘোষিত ধর্মগুরু নামদেভ দাস ত্যাগী ওরফে কম্পিউটার বাবা। 

এছাড়াও অভিনেতা স্বরা ভাস্কর, অমল পালেকর, রিয়া সেন, বক্সার বিজেন্দ্র সিংকে রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রায় অংশ নিতে দেখা গিয়েছে। এদিকে ভারত জোড়ো যাত্রায় তারকাদের অংশগ্রহণ নিয়ে কটাক্ষ করেছিল বিজেপি। তারা অভিযোগ করেছিল, যাত্রায় অংশ নিতে ঘণ্টা হিসেবে তারকাদের টাকা দিচ্ছে কংগ্রেস। পালটা প্রতিক্রিয়ায় কংগ্রেসের পাশাপাশি গেরুয়া শিবিরের এই মন্তব্যের তীব্র নিন্দা করেন ভারত জোড়ো যাত্রায় অংশ নেওয়া অভিনেতারা দেশের প্রধান বিরোধী দলের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, রাষ্ট্রীয় ঐক্যের বার্তা দেওয়া কর্মসূচি ভারত জোড়ো যাত্রা শেষ হবে কাশ্মীরে। আগামী বছর ২৬ জানুয়ারি, অর্থাৎ কিনা প্রজাতন্ত্র দিবসের দিন এই ঐতিহাসিক যাত্রার সমাপ্তি হতে পারে।  ভারত জোড়ো যাত্রায় যখন যে এলাকার মধ্যে দিয়ে রাহুল গান্ধী গিয়েছেন সেই এলাকার সাংস্কৃতির সঙ্গে মিশে যেতে দেখা গিয়েছে তাঁকে। এই আবহে গত রবিবার রাজস্থানে গরুর গাড়িতে করে যাত্রায় অংশ নিতে দেখা গিয়েছিল রাগাকে। 

পাশাপাশি স্থানীয় কৃষকদের সঙ্গেও কথা বলেন রাহুল। উল্লেখ্য, আগামী ২১ ডিসেম্বর পদযাত্রাটি হরিয়ানায় প্রবেশ করবে। বিগত প্রায় ২০ দিন ধরে রাজস্থানে প্রায় ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছে কংগ্রেস। এদিকে ভারত জোড়ো যাত্রার ১০০ দিন উপলক্ষে জয়পুরে এক কনসার্টের আয়োজন করেছে কংগ্রেস। তাতে সুনিধি চৌহান গান গাইবেন বলে জানিয়েছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। শুধু তাই নয়, আগামী ১৬ ডিসেম্বর সেঞ্চুরি করবে কংগ্রেসের এই ভারত জোড়ো যাত্রা।