ফের রক্তাত্ত উপত্যকা, জঙ্গি হামলায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু কাশ্মীরে

বিন্দিপোরের সোয়াদনারা এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে হামলা চালায় জঙ্গিরা। এক পরিযায়ী শ্রমিকের উপরে গুলি চালায় তারা।

ফের রক্তাত্ত উপত্যকা, জঙ্গি হামলায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু কাশ্মীরে

ট্রাইব টিভি ডিজিটাল: সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলা চালানোর প্রচেষ্টার ২৪ ঘণ্টা না কাটতেই ফের উত্তপ্ত উপত্যকা। ফের উপত্যকায় নিরীহ মানুষের উপরে জঙ্গি হামলা। এক পরিযায়ী শ্রমিককে গুলি করে হত্যা করল জঙ্গিরা। 

বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের বান্দিপোরে। বৃহস্পতিবার মধ্যরাতে জঙ্গিরা হামলা চালায় বলে অভিযোগ। মহম্মদ আমরেজ় নাক এক পরিযায়ী শ্রমিককে গুলি করে হত্যা করে জঙ্গিরা। মৃত শ্রমিক জম্মু কাশ্মীরে কাজ করলেও আদতে তিনি বিহারের বাসিন্দা ছিলেন। এই ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। গোটা এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। 

এদিকে এই ঘটনায় পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, বিন্দিপোরের সোয়াদনারা এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে হামলা চালায় জঙ্গিরা। এক পরিযায়ী শ্রমিকের উপরে গুলি চালায় তারা। স্থানীয় বাসিন্দারা গুলির শব্দ পেয়ে বেরিয়ে আসতেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় জঙ্গিরা। আহত ওই শ্রমিককে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই শ্রমিকের নাম মহম্মদ আমরেজ়। তিনি বিহারের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। কর্মসূত্রেই তিনি কাশ্মীরে থাকছিলেন বিগত কিছুদিন ধরে। 

কাশ্মীর জ়োন পুলিশের তরফেও টুইট করে জানানো হয়, গতকাল মধ্যরাতে জঙ্গিরা আচমকাই সাধারণ মানুষের উপরে হামলা চালায়। জঙ্গিদের গুলিতে আহত হন মহম্মদ আমরেজ় নামক ওই পরিযায়ী শ্রমিক। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, গুলির আঘাতে তাঁর মৃত্যু হয়। ওই শ্রমিক বিহারের বেসারহের মাধেপুরার বাসিন্দা বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরবেলা জম্মু-কাশ্মীরের রাজৌরিতে, উরির ধাঁচে হামলার ছক বানচাল করল সেনা। রাষ্ট্রীয় রাইফেলেসের সঙ্গে এনকাউন্টারে খতম হয় দুই জঙ্গি। শহিদ হয়েছেন ৩ ভারতীয় জওয়ানও। 

ঘটনায় আহত আরও ২ জন। বৃহস্পতিবার ভোররাতে রাজৌরির পারগল সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলার চেষ্টা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। সেনা ক্যাম্পের কাঁটাতারের বেড়া টপকে ভিতরে যাওয়ার চেষ্টা চালায় তারা। তাদের অবস্থান টের পেয়ে যাওয়ায় পালটা অভিযানে নামে ১১ রাষ্ট্রীয় রাইফেলস।