শহরে হদিস টাকার পাহাড়ের, ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার নগদ ৫৮ লক্ষ

লোকসভার মুখে ফের কলকাতায় টাকার পাহাড়। চেতলায় ছাতু প্রস্তুতকারী সংস্থায় অভিযান আয়কর দফতরের। ২ দিন ধরে তল্লাশি চলার পর উদ্ধার ৫৮ লক্ষ টাকা।

শহরে হদিস টাকার পাহাড়ের,  ব্যবসায়ীর  বাড়ি থেকে উদ্ধার নগদ ৫৮ লক্ষ
ফাইল চিত্র

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: লোকসভার মুখে ফের শহরে (Kolkata) টাকা উদ্ধার। চেতলার ছাতু প্রস্তুতকারি সংস্থা থেকে প্রায় ৫৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল আয়কর দফতর। টানা ২ দিন তল্লাশি চালানোর পর শুক্রবার ভোরে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করে আয়কর দফতর (IT)। 

আরও পড়ুন:https://www.tribetv.in/ED-wants-to-interrogate-Shahjahan-Sheikh-of-Sandeshkhali-who-is-in-CBI-custody

ভোটের আগে দুর্নীতির বিরুদ্ধে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। চেতলার ছাতু প্রস্তুতকারি সংস্থার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ পেয়েছিলেন আয়কর দফতর। এরপরেই তদন্ত অভিযানে নামেন আয়কর দফতরের আধিকারিকরা। বুধবার দুপুর ১২ টা থেকে একযোগে ৬ জায়গায় তল্লাশি অভিযানে নামে আয়কর দফতর। চুঁচুড়া, মধ্যপ্রদেশ, ডানকুনিতে একটি কারাখানায়, চুঁচুড়ায় একটি হোটেলে, কলকাতার বাড়ি ও আরও একটি অফিসে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে দু- জায়গা থেকে মোট ৫৮ লক্ষ টাকা উদ্ধার করে IT।   

আরও পড়ুন: https://www.tribetv.in/Rail-worker-allegedly-accused-for-illegal-drug-smuggling-case

বুধবার দুপুর থেকে চেতলার ছাতু প্রস্তুতকারি এক নামী সংস্থার ডিরেক্টর সত্যেন্দ্র প্রসাদ সাউ, তাঁর স্ত্রী নমিতা সাউ ও মেয়ে সিমরণ সাউ এই তিন জনকে জিজ্ঞাসাবাদ করে আয়কর দফতরের আধিকারিকরা। ইতিমধ্যে এই টাকা উদ্ধারের বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, এত টাকা রাখা নিয়ে কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি ওই ব্যবসায়ী।