সন্দেশখালির ঘটনায় নয়া মোড়, শাহজাহানকে হেফাজতে চাই ED

সিবিআইয়ের পর শেখ শাহজাহানকে এবার হেফাজতে নিতে চায় ইডি। প্রতারণা-সংক্রান্ত মামলায় শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আগামীকালই আদালতের দ্বারস্থ হবে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি।

সন্দেশখালির ঘটনায় নয়া মোড়, শাহজাহানকে হেফাজতে চাই ED
ফাইল চিত্র

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সিবিআইয়ের পর এবার ইডির স্ক্যানারে শেখ শাহজাহান (Shahjahan Sheikh)। সিবিআই (CBI) হেফাজতে থাকা শেখ শাহজাহানকে এবার জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। প্রতারণা সংক্রান্ত মামলায় সন্দেশখালিকাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে নিজের হেফাজতে নিয়ে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ শনিবার বসিরহাট মহকুমা আদালতে আবেদন জানাবে কেন্দ্রীয় এজেন্সি।

আরও পড়ুন: https://www.tribetv.in/Union-Minister-Nirmala-Sitharaman-Says-He-Doesnt-Have-Money-To-Contest-In-Upcoming-Lok-Sabha-Election-2024

সন্দেশখালিকাণ্ডের প্রায় দুমাস পর গত ২৯ ফেব্রুয়ারি মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ (West Bengal Police)। তারপর রাজ্য পুলিশের একাধিক টালবাহানা কাটিয়ে আদালতের নির্দেশের শাহজাহানকে হেফাজতে নেয় সিবিআই। গতকাল CBI হেফাজত শেষে জেল হেফাজতে পাঠানো হয়েছে শেখ শাহজাহানকে। বসিরহাট জেল থেকে এবার পালা ইডি হেফাজতের।

আরও পড়ুন: https://www.tribetv.in/Rail-worker-allegedly-accused-for-illegal-drug-smuggling-case

সিবিআইয়ের তদন্তের পাশাপাশি শাহজাহানের বিরুদ্ধে আমদানি-রফতানি সংক্রান্ত মামলার তদন্ত করছে ইডিও। সিবিআই হেফাজতে থাকা শেখ শাহজাহানকে প্রতারণা-সংক্রান্ত মামলায় জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। আবার নিজের হেফাজতে নিতেও বদ্ধপরিকর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। আগামীকালই শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আদালতের দ্বারস্থ হবে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি।