ক্যুরিয়ারে করে ভিনরাজ্যে মাদক পাচারের অভিযোগ, STF-র জালে রেলকর্মী

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিশেষ টাস্ক ফোর্সের একটি দল নদিয়ার রানাঘাট থানা এলাকায় নাসরা উচ্চ বিদ্যালয়ের কাছে গোপন অভিযানে রাজু মন্ডল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বিস্তারিত জানুন...

ক্যুরিয়ারে করে ভিনরাজ্যে মাদক পাচারের অভিযোগ, STF-র জালে রেলকর্মী
মাদক পাচারের অভিযোগে গ্রেফতার যুবক

ট্রাইব টিভি ডিজিটাল: ডিটিডিসি ক্যুরিয়ার-এর মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যের সঙ্গে রানাঘাটের রেলের এক কর্মচারী গোপনে  চালাত মাদক ব্যবসা। প্রায় নব্বই লক্ষ টাকার মাদকের পার্সেল সহ গতকাল ওই কর্মচারীকে হাতেনাতে ধরল বেঙ্গল STF। মাদক আইনে মামলা রুজু রানাঘাট থানায়। 

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিশেষ টাস্ক ফোর্সের একটি দল নদিয়ার রানাঘাট থানা এলাকায় নাসরা উচ্চ বিদ্যালয়ের কাছে গোপন অভিযানে রাজু মন্ডল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ওই ব্যক্তির  থেকে প্রায়. 9.081 কেজি আফিম উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে, STF WB রানাঘাট পিএস-এ একটি লিখিত অভিযোগ জমা দিয়েছে, এবং NDPS আইনের অধীনে একটি নির্দিষ্ট মামলা শুরু হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি রেলওয়ের গ্রুপ-ডি কর্মী এবং বর্তমানে নৈহাটিতে কর্মরত আছেন। 

আরও পড়ুন: https://www.tribetv.in/CPIM-waiting-for-congress-seat-announcement-ahead-of-poll-2024

গত কয়েক বছর ধরে, তিনি পার্সেল-কুরিয়ারের মাধ্যমে উত্তর-পূর্ব রাজ্য থেকে নিষিদ্ধ বাণিজ্যে নিযুক্ত ছিলেন। গতকাল, রানাঘাট পিএস এলাকার অধীনে নাসরা পোস্ট অফিসের কাছে অবস্থিত একটি ডিটিডিসি কুরিয়ার কাউন্টার থেকে এটি পাওয়ার পরে এবং তার স্কুটিতে করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করার পরে তাকে বিপুল পরিমাণ আফিম সহ হাতেনাতে ধরা হয়। তদন্তের সময় এই নেক্সাসের যোগসূত্র খতিয়ে দেখা হবে। মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৯০ লাখ টাকা।