Imran Khan News: তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত ইমরান, ৩ বছর শ্রীঘরে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী

আগামী ৫ বছর ভোটে লড়তে পারবেন না তিনি। শনিবার তোষাখানা মামলায় এই রায় ঘোষণা করে ইসলামাবাদের একটি আদালত। 

Imran Khan News: তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত ইমরান,  ৩ বছর শ্রীঘরে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী
প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: সময়টা মোটেও ভালো যাচ্ছে না প্রাক্তন পাক প্রধানমন্ত্রী Imran Khan-এর। তোষাখানা মামলায় ৩ বছরের জন্য ইমরানকে কারাদন্ডের নির্দেশ দিল ইসলামাবাদের এক নিম্ন আদালত। কারাদন্ডে দন্ডিত হওয়ার পাশাপাশি ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে। এছাড়া আগামী ৫ বছর ভোটে লড়তে পারবেন না তিনি। শনিবার তোষাখানা মামলায় এই রায় ঘোষণা করে ইসলামাবাদের একটি আদালত। 

শনিবার একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদের একটি আদালত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI)-এর চেয়ারম্যানের সাজা ঘোষণার পরেই পাক পঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের জামান পার্ক এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁকে আপাতত লাহোরের কোট লখপত জেলে পাঠানো হয়েছে বলে পাক সংবাদমাধ্যম জানিয়েছে। পাক আইন অনুযায়ী, আদালতের এই রায়ের ফলে আগামী পাঁচ বছর কোনও ভোটেই লড়তে পারবেন না তিনি। পাশাপাশি, তাঁর এক লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। চলতি বছরেই পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা। বিভিন্ন জনমত সমীক্ষায় দেখা যাচ্ছিল, মুসলিম লিগ নওয়াজ-পাকিস্তান পিপলস পার্টির জোট সরকারের আমলে বেহাল আর্থিক পরিস্থিতির কারণে আবার জনপ্রিয়তা বাড়ছে ইমরানের। কিন্তু ভোটের আগে এই রায় নির্বাচনী 'পিচে' পাক ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়কের 'প্রত্যাবর্তন'কে অনিশ্চিত করে তুলল বলেই মনে করা হচ্ছে। 

উল্লেখ্য, তোষাখানা মামলায় শুরু থেকেই অভিযোগ উঠছিল ইমরান খানের বিরুদ্ধে। বিভিন্ন রাষ্ট্র থেকে পাকিস্তান সরকার যে উপহার পেয়েছে, সেগুলি ইমরান খান নিজের বাড়িতে নিয়ে গিয়েছেন বলে অভিযোগ উঠেছিল। দাবি করা হচ্ছিল, তা সম্পূর্ণ সংবিধানবিরোধী এবং পাকিস্তানের পক্ষেও সম্মানহানিকর। এবার সেই মামলায় ইমরানকে দোষী সাব্যস্ত করল পাকিস্তানের এক ট্রায়াল কোর্ট। তিন বছরের জেলের পাশাপাশি পাকিস্তানি মুদ্রায় ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে তাঁকে। এদিকে আগামী বছরেই পাকিস্তানে সাধারণ নির্বাচন রয়েছে। আর ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পার্টি হল ইসলামাবাদের প্রধান বিরোধী দল। সেদিক থেকে ভোটের আগে ইমরানের এই সাজা তেহরিক-ই-ইনসাফের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করছে ওয়াকিবহাল মহল।