কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন

উদ্বোধন করলেন জেলাশাসক সুমিত গুপ্তা

কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন

মানুষের জনবসতির হার বেড়েই চলেছে দিনের পর দিন | কিন্তু স্বচ্ছতা তেমন লক্ষ্য করা যায়না বেশিরভাগ মানুষের মধ্যে | সেই স্বচ্ছতার কথা ভেবে বৃহস্পতিবার মগরাহাট পশ্চিম বিধানসভার শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতে আনুষ্ঠানিকভাবে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন করা হয় জেলা প্রশাসনের তরফে | পাশাপাশি জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, রাজ্যের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলাতে এদিন ৩২ টি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

জানা গেছে, নির্মল বাংলার লক্ষ্যে রাজ্য সরকারের এই উদ্যোগ। যেখানে কঠিন বর্জ্য থেকে জৈব সার তৈরি করে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে বিক্রি করা হবে। এর ফলে লাভবান হবে এলাকার সাধারণ মানুষ একদিকে যেমন কঠিন বর্জ্যতে বিভিন্ন জায়গা অপরিচ্ছন্ন থাকত সে দিক থেকে সাধারণ মানুষ মুক্তি পাবেন | তার পাশাপাশি কঠিন বর্জ্য থেকে হওয়া জৈব সার চাষের জন্য ব্যবহার করা যাবে।