ফুটবলের মহাযুদ্ধের শেষদিন, মেসির হাতে কাপ দেখতে কালীপুজোর আয়োজন ভক্তদের

বিশ্বকাপের জ্বরে ভুগছে গোটা বিশ্ব, আক্রান্ত জলপাইগুড়িও। রবিবার ভারতীয় সময় অনুযায়ী রাতে কাতার ফুটবল বিশ্বকাপ ফাইনাল। 

ফুটবলের মহাযুদ্ধের শেষদিন,  মেসির হাতে কাপ দেখতে কালীপুজোর আয়োজন ভক্তদের

ট্রাইব টিভি ডিজিটাল: ভারত থেকে সুদূর কয়েক হাজার কিলোমিটার দূরে মাঠ মাতাচ্ছেন মেসি, এমবাপেরা। মেসির দুর্দান্ত পারফরম্যান্স আর্জেন্টিনাকে পৌঁছে দিয়েছে বিশ্বকাপের ফাইনালে। আর ফাইনালে তাদের প্রতিপক্ষ ফ্রান্স। ফুটবল  জ্বরে আক্রান্ত কলকাতা সহ গোটা বাংলা। আর ফুটবলের জোয়ারে গা ভাসিয়ে দিয়ে কাতারে পাড়ি দিয়েছেন অনেকেই। তবুও যাদের উপায় নেই যাওয়ার তাঁরাও বাড়িতে টিভির সামনে বসে উপভোগ করছেন বিশ্বকাপের আনন্দ।  

শুধু খেলা দেখায় নয়, মেসির হাতেই উঠুক ফুটবল বিশ্বকাপ সেই কামনা করছেন জলপাইগুড়ি বাসিন্দারা। জানা গিয়েছে, মেসির আর্জেন্টিনা যাতে বিশ্বকাপ জয়ী দল হয় তার জন্য রীতিমতো প্রতিমা এনে কালীপুজোর আয়োজন জলপাইগুড়িতে।

বিশ্বকাপের জ্বরে ভুগছে গোটা বিশ্ব, আক্রান্ত জলপাইগুড়িও। রবিবার ভারতীয় সময় অনুযায়ী রাতে কাতার ফুটবল বিশ্বকাপ ফাইনাল। গোটা বিশ্বের মনে একটাই প্রশ্ন কে হবে ফুটবলে বিশ্ব সেরা। নিজের প্রিয় দল আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে রীতিমতো প্রতিমা এনে কালী পুজোর আয়োজন করে ফেললেন জলপাইগুড়ির ফুটবল প্রেমী আর্জেন্টিনা ভক্তরা।

 বিশ্বকাপে আর্জেন্টিনা জয়লাভ করে তার জন্য মা কালীর কাছে প্রার্থনা করলেন তারা। এ বিষয়ে এক আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত বলেন, ''রবিবার বিশ্বকাপ ফাইনাল। ছোট থেকে আমরা আর্জেন্টিনার নাম শুনেছি আজ মা কালির পুজো দিয়ে একটিই প্রার্থনা ফুটবল বিশ্বকাপের ট্রফি ঈশ্বরপুত্র মেসির হাতেই যেন দেখতে পায় সমগ্র বিশ্ব । তিনি তার বাঁ পায়ের জাদু দিয়ে গোটা বিশ্বকে মুগ্ধ করুক, আর্জেন্টিনা দলের জয় হোক এই কারণেই 
আমাদের এই ছোট্ট পুজোর আয়োজন।''