বৈশাখের প্রথম কালবৈশাখীতে জারি কমলা সতর্কতা

 দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে আগামীকাল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা।

বৈশাখের প্রথম কালবৈশাখীতে জারি কমলা সতর্কতা
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: বৃষ্টি এবং ঝড়ের জেরে খানিক স্বস্তি মিলেছে। পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে তাপমাত্রা বেড়েছিল তাতে মানুষের প্রাণ অতিষ্ঠ হয়ে ওঠে। তবে তাপমাত্রার প্রকোপ কাটিয়ে অল্প হলেও বৃষ্টির দেখা মিলেছে। বৃষ্টির জেরে তাপমাত্রা কমতে মিলেছে স্বস্তিও। আজ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামিকাল দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গের পাঁচ জেলায়। বুধবার থেকে ফের বাড়বে তাপমাত্রা।

 বৈশাখের প্রথম কালবৈশাখী। আজ ও কাল রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। এর জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। বৈশাখী বৃষ্টিতে ইতিমধ্যেই কলকাতায় পারদ নেমেছে। সপ্তাহের প্রথম কাজের দিন অপেক্ষাকৃত কম গরমেই শুরু করেছে শহরবাসী। সোমবার  বৃষ্টির সঙ্গে দমকা সোমবার ঝোড়ো হাওয়া বইবে। হাওয়ার গতিবেগ ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।  কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। মঙ্গলবার কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে।

 দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে আগামীকাল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা। ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি হতে পারে।

 তবে এই স্বস্তি বেশিদিনের নয়। বুধবার থেকে তাপমাত্রা ফের বাড়বে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। দক্ষিণবঙ্গে সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। দু এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে। মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে অনুমান আবহবিদদের। বুধবারেও হালকা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। বুধবার পরবর্তী দুদিনে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস।