Weather News: সকাল থেকেই আকাশের মুখ ভার, শনিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম আছে। কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকবে। দক্ষিণবঙ্গেও অন্যান্য জেলাতেও তাপমাত্রার খুব একটা  পরিবর্তন হবে না।

Weather News: সকাল থেকেই আকাশের মুখ ভার,  শনিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: দক্ষিণে কয়েক পশলা বৃষ্টিই সার। এদিকে উত্তরে ক্রমে বাড়ছে বৃষ্টির মাত্রা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী শনিবার উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উপরের সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ১১ তারিখ বৃষ্টি আরও একটু বাড়ার সম্ভাবনা। কোচবিহার আলিপুরদুয়ার সহ উপরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

উত্তরবঙ্গে বাড়ছে বৃষ্টি, অন্যদিকে বৃষ্টির ঘাটতিতে ভুগছে দক্ষিণবঙ্গ । বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টিই সার। গুমোট গরম থেকে কিছুতেই স্বস্তি মিলছে না। এই পরিস্থিতিতে বর্ষার বিলম্বকেই দায়ী করছে আলিপুর আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গে এবার বর্ষা ১০-১২ দিন দেরি করে আসায়  বৃষ্টি সেভাবে হচ্ছে না। তবে দক্ষিণবঙ্গে কবে থেকে হবে মুষলধারে বৃষ্টি? জলীয়বাষ্প কমে গরমের থেকে রেহাই মিলবে কবে? এদিকে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী শনিবার  উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উপরের সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ১১ তারিখ বৃষ্টি আরও একটু বাড়ার সম্ভাবনা। কোচবিহার আলিপুরদুয়ার সহ ওপরের জেলাগুলিতে ভারী  বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

অন্যদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম আছে। কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকবে। দক্ষিণবঙ্গেও অন্যান্য জেলাতেও তাপমাত্রার খুব একটা  পরিবর্তন হবে না। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা কয়েক পশলা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতিতে নাজেহাল আমজনতা।  

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি। শুক্রবার কিছুটা বৃষ্টি বাড়তে পারে মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া ও পূর্ব বর্ধমান জেলায়। পাশাপাশি, ভারী বৃষ্টিতে ভাসছে দেশের অন্য প্রান্ত। গুজরাত, রাজস্থান, পঞ্জাব, চন্ডিগড়, হরিয়ানা, উত্তরাখণ্ড, রাজস্থান, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা।