Weather News: ষষ্ঠীর সকালেই হেমন্তের ছোঁয়া, নবমীতে কেমন থাকবে আবহাওয়া জানুন

ষষ্ঠীর সকালেই হেমন্তের ছোঁয়া। পারদ নামল ২৪-এ। নবমীতে কলকাতা-সহ ৬ জেলায় হালকা বৃষ্টির সম্ভবনা। বিস্তারিত জানুন...

Weather News: ষষ্ঠীর সকালেই হেমন্তের ছোঁয়া, নবমীতে কেমন থাকবে আবহাওয়া জানুন
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: আজ মহাষষ্ঠী। দিকে দিকে চলছে উমার বোধনের প্রস্তুতি। শারোদ উৎসবে মেতে উঠেছে গোটা বাংলা। বেলুড় মঠ থেকে বনেদি বাড়ি সর্বত্র চলছে উমা বরণের প্রস্তুতি। কোথাও থিম আবার কোথাও সাবেকিয়ানা। উমা বন্দনায় আজ রাজপথে নেমেছে জনস্রোত। শুক্রবার সকাল থেকেই যানজটে প্রায় স্তব্ধ শহর কলকাতা। পাল্লা দিয়ে ভিড় বাড়ছে জেলাগুলিতেও। এদিন সকাল থেকেই কলকাতা সহ শহরতলির বারোয়ারি পুজোগুলি দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। যারফলে সকাল থেকেই রাস্তায় যেমন যানজট রয়েছে, তেমনই চোখে পড়ার মত ভিড় লক্ষ্য করা গিয়েছে ট্রেন-মেট্রোতেও। 

এদিকে ষষ্ঠীর সকালেই হেমন্তের ছোঁয়া। উমা বোধনের দিনই পারদ নামল ২৪-এ। নবমীতে কলকাতা-সহ ৬ জেলায় হালকা বৃষ্টির সম্ভবনা। দশমীতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, পূর্বাভাস হাওয়া অফিসের। দশমীতে কলকাতা-সহ ৬ জেলায় হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পুজোয় নিম্নচাপেরও চোখরাঙানি, বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ যার জেরে নবমী থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে। নবমীতে কলকাতা-সহ ৬ জেলায় হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। দশমীতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দশমীতে কলকাতা-সহ ৬ জেলায় হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহবিদরা বলছেন, নিম্নচাপের সে অর্থে প্রভাব পড়তে পড়তে পুজো মিটেও যেতে পারে।