ICDS-এর উদ্যোগে প্রসূতিদের 'সাধের' অনুষ্ঠান, কোথায় হচ্ছে জানেন...

আইসিডিএস দফতরের উদ্যোগে শিশুদের অন্নপ্রাশন ও গর্ভবতী মায়েদের সাধভক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হল।

ICDS-এর উদ্যোগে প্রসূতিদের  'সাধের' অনুষ্ঠান, কোথায় হচ্ছে জানেন...

ট্রাইব টিভি ডিজিটাল: 'আইসিডিএস' বা অঙ্গনওয়াড়ি স্কুল বলতে আমরা সাধারণত বুঝি ছোটো-ছোটো খুদে বাচ্চাদের কিচিরমিচির, কোলাহল, দিদিমণিদের হাতে ধরে অ-আ-ক-খ শেখা আর খিচুরি খাওয়া। গ্রাম বাংলার হোক কিংবা মফস্বল! আইসিডিএস কথাটি উচ্চারিত হলে সাধারণত এই ছবিই ভেসে ওঠে চোখের সামনে। 

মালদহ জেলার কালিয়াচক ২ নম্বর ব্লকের আইসিডিএস দফতরে গিয়ে দেখা গেল অন্য এক ছবি। আইসিডিএস দফতরের উদ্যোগে শিশুদের অন্নপ্রাশন ও গর্ভবতী মায়েদের সাধভক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হল। পরিবার-পরিজনদের বদলে আইসিডিএস দফতরে কর্মীদের হাতে ভিন্নরকমের 'সাধ' খেয়ে আপ্লুত নব-মায়েরা।  

জানা গিয়েছে, কালিয়াচক ২ নম্বর ব্লকের আইসিডিএস দফতরের উদ্যোগে শিশুদের অন্নপ্রাশন ও গর্ভবতী মায়েদের সাধ ভক্ষণ এর মধ্যে দিয়ে পুষ্টি দিবস পালন করা হয়। মঙ্গলদ্বীপ, ধান-দূর্বা ও বিভিন্ন ধরনের মিষ্টি সাজিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা শাখ ও উলুধ্বনি দিয়ে সাধভক্ষণ ও পুষ্টি দিবস পালন করেন। এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বাঙ্গীটোলা গ্রাম পঞ্চায়েতের  আকন্দবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আকন্দবাড়িয়া শিশু আলয়ে। 

পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশুকল্যাণ দফতরের উদ্যোগে প্রতি মাসে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই পুষ্টি ও অন্নপ্রাশন  দিবস পালন করা হয়। কালিয়াচক ২ নম্বর ব্লকের আইসিডিএস প্রজেক্ট এর বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই কমসূচি দিবস পালন করা হচ্ছে। অনুষ্ঠানে অপুষ্টি শিশুদের পর্যবেক্ষণ, গর্ভবতী মায়েদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি, সাধভক্ষণ অন্নপ্রাশন অনুষ্ঠান পালন হয়।