বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মণ্ডপ, বরাতজোড়ে বড় দুর্ঘটনার থেকে রক্ষা!

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকার ইস্কো বাইপাস রোডে বুধবার ভোররাত্রে পরপর চারটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে।

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মণ্ডপ,  বরাতজোড়ে বড় দুর্ঘটনার থেকে রক্ষা!

ট্রাইব টিভি ডিজিটাল: নবমীর নিশি শেষ হওয়ার আগেই মঙ্গলবার সন্ধ্যায় পুড়ে ছাই হয়ে গেল কোন্নগর পল্লীশ্রী দুর্গা পুজো কমিটির পূজা মন্ডপ। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ আগুন লাগে কোন্নগরের ১৩ নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী দুর্গাপুজো কমিটির মন্ডপে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মণ্ডপের থিমে খড়, কাপড়, বাঁশ দিয়ে গ্রামের পরিবেশ তুলে ধরা হয়ে ছিল। এদিকে আগুন লাগার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে। মণ্ডপের বেশিরভাগ অংশই আগুনে পুড়ে গেলেও স্থানীয় বাসিন্দা এবং ক্লাব সদস্যদের তৎপরতায়  প্রতিমা আগুনের গ্রাস থেকে রক্ষা করা গিয়েছে। আগুন চোখে পড়া মাত্রই স্থানীয় বাসিন্দারা আশে পাশের বাড়ির ট্যাঙ্ক থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী ভাবে এই আগুন লাগল তা বুঝে উঠতে পারছেন না ক্লাব সদস্য থেকে স্থানীয় বাসিন্দারা কেউই। নিজেরা রাত জেগে মণ্ডপ তৈরী করেছিলেন,সেই মন্ডপ পুড়ে যাওয়ায় মন খারাপ ক্লাব সদস্যদের। স্থানীয় বাসিন্দা এবং দম কলের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে আশেপাশের বাড়িগুলি ও দর্শণার্থীরা। 

অন্যদিকে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকার ইস্কো বাইপাস রোডে বুধবার ভোররাত্রে পরপর চারটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গিয়েছে, পিছনের দিক থেকে একটি ট্রাক প্রথমে একটি স্করপিও গাড়িকে ধাক্কা মারে। সেই স্করপিও গাড়িটি আগে থাকা একটি মারুতি ভ্যানকে ধাক্কা মারে। পরে ঐ মারুতি ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা মারে।

জানা গিয়েছে, ঘটনায় গুরুতর আহত হয় ২ জন। তবে প্রথমে যে ট্রাকটি ধাক্কা মারে সে ট্রাকচালক সুযোগ বুঝে নিজের গাড়ি নিয়ে পালিয়ে যায় বলে খবর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌঁছয়। আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় এবং দুর্ঘটনাগ্রস্ত স্করপিও গাড়ি ও মারুতি ভ্যান এবং একটি ট্রাকটিকে নিয়ামতপুর ফাঁড়িতে নিয়ে আসা হয়!